ও ঝরাপাতা...ও ঝরাপাতাগো, তোমার সাথে আমার রাত পোহানোর কথাগো...।
আহা ঝরাপাতা! । একদা ছিল স্নিগ্ধ, সজীব, প্রাণবন্ত এক জীবনালেখ্য! এখন সেই সবুজ কচি পাতার কী ভঙ্গুর, বিবর্ণ, জীর্ন পরিনতি!
ঝরাপাতা, শুকিয়া যাওয়া, পরিত্যক্ত, বৃন্তচ্যুত এক পাতার কঙ্কাল। ফুরিয়ে যাওয়া, গুড়িয়ে যাওয়া ছিন্নপত্র।
উতল হাওয়ায় যার অবাধ্য ওড়াউড়ি। ধুলোওড়া ধরিত্রীর বুকে অবাধ গড়াগড়ি। পায়ের নিচে মর্মর ধ্বনি তুলে অসহায় করুণ আর্তনাদে ভেঙ্গে পড়া।
ঝরাপাতার ভাঁজে ভাঁজে যেন মিশে আছে বর্ণময় এক ধূসর অতীত, অব্যক্ত কান্না, করুণ হাহাকার আর মৌন দীর্ঘশ্বাস।
ঝরাপাতার বাঁধনহীন উড়ে যাওয়া আর অবহেলায় পড়ে থাকা দেখে মনে হয় ঝরে গেলে, পড়ে গেলে আর কারো দায় থাকে না।
বৃক্ষের পাতা ঝরে গেলে শুকনো ডালে মেলে নতুন কঁড়ি, আসে নতুন পাতা। নুতনকে অবস্থান ছেড়ে দিতেই পুরাতনের অনিচ্ছুক প্রস্থান। ঠিক মানব জীবনের মতো...।
তাই....
অনেক হাসি, অনেক অশ্রুজলে,
ঝরাপাতাগো, আমি তোমারই দলে...।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৪