কোন পথেরই পথিক তুমি?
কেমনতর এ পথচলা?
গুঞ্জনেতে গুনগুনিয়ে
তোমার কিসের কথা বলা?
পথ যতটা পায়ের তলে রুক্ষ হলে,
রবির কিরণ ঠিক যতটা ঘাম ঝরালে,
অন্তহীন এই পথের আমি সমাপ্তি চাই,
ঠিক ততোটা পথের আমি পথিকরে ভাই।।।
আমার অনন্ত পথ চলা।
মনমুকুরে যা আসে ভাই তাইতো বলি,
মনুপুকুরে ডুবসাতারের খেয়াল খেলি।
মন নদীতে মনের নায়ে পালটা তুলে,
গুনগুনিয়ে মনের কথা যাইতো বলে।
চালাই মুক্ত কথার ভেলা।