আমায় যদি একলা দেখো
আমায় যদি একলা দেখো,
আনমনেতে ভাবতে দেখো,
একলা একাই হাসতে দেখো নদীর তীরে,
একলা ভালোবাসতে দেখো লোকের ভীড়ে।
তবে আমার নামে দু-এক ছত্র পদ্য লিখো,
শর্বরীতে আমার দেয়া আদর মেখো।
.
আমায় যদি একলা দেখো,
আনমনেতে ভাবতে দেখো,
একলা একা নাইতে দেখো বৃষ্টি হলে,
ইচ্ছে হলেই গাইতে দেখো কণ্ঠ খুলে।
তবে আমায় নিয়ে সুখের কোন স্বপ্ন দেখো,
হৃদমাঝারে একটুখানি আমায়ও রেখো। বাকিটুকু পড়ুন