মিথ্যের বন্দনা কখনই ছন্দ না,
সত্যের তিক্ততা সেতো কভু মন্দ না।
পিপড়েরা লাল-কালো কে বদ কে ভাল?
অহেতুক তর্কতে পিপড়ের জাত গেল।
কানামাছি কানা রায় চারিদিকে হায় হায়
সংশয়ে থাকে মন কার বুঝি জান যায়।
রাত্তিরে সংকট দরজাতে খটখট,
জাদুকর এলো কি? মন করে ছটফট।
কি দারুন ধন্দ! লাশ পঁচা গন্ধ!
বেজা'গায় চোখ খোলা জায়গাতে অন্ধ।
চারিদিকে কাবজাব কাঠাল না কঁচি ডাব?
মাথা যার যায় যাক কি খাবি বসে ভাব।
রাত্তিরে তর্ক এনে দেবে স্বর্গ
ভালো করে চেয়ে দেখ চোরে নেয় ঘরগো।