আকাশের জন্য রয়েছে অজস্র তারার জোনাকী দল
চাঁদের জন্য সূর্য জমায় আলোক অঢেল,
শুধু ফারজানারই কেউ নেই।
ভোরের স্নীগ্ধ হাওয়ার সাথী ফুলের সুবাস,
আর নীল নয়নার হাসির সঙ্গী প্রেমের আভাস,
জুলিয়েটের জন্য রয়েছে রোমিও
শীরির জন্য ফরহাদ,
পাশের বাড়ির মেয়েটার জন্যও রাস্তার মোড়ে
অপেক্ষারত কেউ।
শুধু ফারজানার জন্যই কেউ নেই।
শুধু বৃহস্পতিকে কেন্দ্র করেই তার সাতষট্টিটি উপগ্রহ,
যেমন ক্ষমতাকে কেন্দ্র করে চলে রাজনীতির নোনাজল।
দূর্নীতির সঙ্গী যেমন এখন উচ্চশিক্ষা,
স্বজনহারা নেত্রীদের জন্য যেমন ঘিরে থাকা চাটুকারের দল,
তেমন কেউই নেই ফারজানার জন্য,ফারজানাদের জন্য।
ছিলনা, থাকবেনা...