ঢাকা শহরের বাসে চলাচল সেই ছোটবেলা থেকেই । এই চলার পথে অনেক ঘটনা ঘটে প্রতিদিন। মারামারি , পকেটমার , ঝগড়াঝাটি এগুলো যেন নিত্যদিনের ব্যাপার। সম্প্রতি ঘটে যাওয়া নিচের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম
ঘটনা-১: আজকে বাসে প্রচন্ড ভীড়ে এক মেয়ে ঠেলাঠেলি করে বাসের সিড়ি পর্যন্ত উঠল । আমার পাশের এক লোক নিজে সরে এবং আমাকে সরিয়ে মেয়েটার দাড়ানোর জায়গা করে দিল । যখন ঐ লোকটা দেখল মেয়েটা তবুও দাড়াতে পারছে না তখন ঐ লোকটা পাশের সিটের লোকটাকে বলল "আপনি উঠে মেয়েটাকে বসতে দিন" । লোকটা উঠে মেয়েটাকে বসতে দিল।
তারপর ১ম লোকটা মেয়েটা কে বলল " আপনি এত ভীড় বাসে উঠতে গেলেন কেন ? "
ও মা !!! মেয়েটা ধন্যবাদ তো দিলই না বরং বলল "আপনার কি প্রবলেম ? আপনাকে বলেছি আমার জন্য সিট খালি করতে ? বাসে উঠে মাস্তান হয়ে যান " মেয়েটার কথা শুনে সব চুপ হয়ে গেল
হায়রে দুনিয়া থেকে কৃতজ্ঞতাবোধ কর্পূরের মত উড়ে যাচ্ছে
ঘটনা-২: এটা ১০-১৫ দিন আগের ঘটনা । বৈশাখী পরিবহনের একটা বাস শ্যামলীতে হালকা ব্রেক করলে একটা মেয়ে দৌড়ে এসে গেটে ঝুলে পড়ল। অলরেডি গেটে ২ জন লোক ঝুলতেছিল। আর গেটের উপরের ২ সিড়িতে ৭-৮ জন দাড়িয়ে ছিল । তার মধ্যে মেয়েটা গেটে ঝুলতেছিল। সেটা দেখে একজন বলল
"আপনি আমার জায়গায় আসুন আমি গেটে দাড়াই "। কথামত মহিলা লোকটার জায়গায় দাড়াল। একটু পরে মেয়েটা বলল আপনি দুরে গিয়ে দাড়ান এত ঘেষে দাড়িয়েছেন কেন ? শুরু হল তর্কাতর্কি। লোকটা বলল এতটুকুন জায়গায় দুরে দাড়াব কিভাবে ? আপনাকে জায়গা না দিলে তো আপনি পড়েই যেতেন । মাহিলাটা বলল "আপনি কে বলেছে জায়গা দিতে " মেয়েটা লোকটাকে অশিক্ষিত মূর্খ বলে গালি দিল । শুধু তাই না মেয়েটা লোকটার বাপ-মা তুলে গালি দিল । মেয়েটা একটু পর উপরে চলে আসলে কিছুক্ষন পর আরেকটা লোকের সাথে ঝগড়া লেগে গেল। যতক্ষন বাসে ঝগড়া শুনতে শুনতে আসলাম।
ঘটনা - ৩ : আগে বাসের প্রথম ৯ টা সিটের উপর "মহিলা,শিশু ,প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য সংরক্ষিত আসন " লেখা থাকলেও এখন আর এই তালিকা থেকে বৃদ্ধ বাদ পড়েছে। তালিকায় মহিলা , শিশু এবং প্রতিবন্ধী লেখা থাকলেও কার্যত এই ৯টা সিট শুধুমাত্র মহিলাদের জন্যে। একবার এই ৯সিটের একটাতে ৮-৯ বছরের এক বালক বসেছিল। তার ঠিক কয়েক সিট পরে বসেছিল তার বাবা। আমি উনার বাসে বসেছিলাম। কিছুক্ষন পর সামনে থেকে শুরু হল চেচামেচি। জানা গেল একটা মেয়ে বাসে উঠে ছেলে টাকে উঠিয়ে দিল। তার বাবার সাথে কথা বলে জানতে পারলাম ছেলে অসুস্থ । ছেলেকে দেখাতে পিজি হাসপাতালে যাচ্ছিলেন। মেয়েটাকে ছেলের অসুস্থতার কথা জানানো হলেও মেয়েটা কনসিডার করতে নারাজ। পরে পাশের সিটের এক ভদ্রলোক ছেলেটাকে বসতে দেয়।
ঘটনা -৪: আরেকদিন বাসে চড়ে যাচ্ছিলাম । টেকনিক্যাল থেকে এক মেয়ে বাসে উঠে মহিলার সিটে বসা এক লোককে উঠে যেতে বলে । লোকটাও উঠে যেতে অস্বীকার করল । শুরু হল ক্যাচাল । বাসের সামনের দিকে বসে থাকা যাত্রীরাও ২ভাগ হয়ে গেল। ঝগড়া যখন প্রায় শেষ পর্যায়ে তখন মেয়ে একজনকে কল দিল । মেয়েটা বাসের ঘটনাটা বলল এবং কয়েকজনকে জাহাংগীরনগরের গেটে আসতে বলল। আমি জাহাংগীরন গরের অনেক আগেই নেমে গিয়েছিলাম । আল্লাই জানে সেদিন কি হয়েছিল
ঘটনা-৫: শ্যামলী থেকে নিউমার্কেট যাচ্ছিলাম । আমার সামনে ২ জন ছেলে মেয়ে বসে ছিল । কন্ডাকটার তাদের কাছে ভাড়া নিতে আসলে ছেলে বলল যে সে ঢাকা কলেজে পড়ে । কন্ডাকটারও কিছু বলল না এবার সে মেয়েটার কাছে ভাড়া চাইল । মেয়েটা বলল সে ইডেন কলেজে পড়ে । কন্ডাকটার বলে তাই বলে ভাড়া দিবেন না ? মেয়েটা বলল ঢাকা কলেজের ষ্টুডেন্টরা ভাড়া না দিলে ইডেন কলেজের ষ্টুডেন্টরা কেন ভাড়া দিবে ? ইডেন কলেজ কি কলেজ না ? হায়রে শিক্ষা এরা হবে দেশের কর্ণধার !!!
ঘটনা-৬ : এটা আমার অভিজ্ঞতা থেকে না । পেপারে "ঢাকায় থাকি" তে পড়েছিলাম। অনেকক্ষন ধরে জ্যামে আটকে থেকে এক লোক তার সিটে রুমাল রেখে নিচে নেমেছে। সিট খালি পেয়ে একলোক সেই সিটে বসে পড়ল । কিছুক্ষন পর লোকটা ফিরে এসে দেখল তার সিটে আরেক জন বসে পড়েছে। তখন সে বলল আপনি আমার সিটে বসলেন কেন ? অপর লোকটি বলল , সিটের কোথাও লেখা আছে এটা আপনার সিট। উত্তরে লোকটি বলল দেখছেন না আমি সিটের উপর রুমাল রাখছি ? উত্তরে লোকটি রুমাল রাখলেই যদি আপনার হয়ে যায় তাহলে বাসের সিটে কেন বাংলাদেশ ব্যাংকে রুমাল রাখেন গিয়ে ।
এরকম ঘটনা বাসে প্রতিদিনই দেখা যায়।