❑ প্রেম
প্রতিটি মাস্টারবেশনে মনে হয় —
শরীর থেকে স্খলিত হয়ে যায়
আমার পাপ; বিষণ্ণতা- শাদা শাদা
এতো যে পাপ ফেলে দিচ্ছি প্রতিদিন;
পাপ তো কমছে না! বরং গাঢ় —
ম্যাডাম,আপনার ক্লাসে আমি
এক কুলাঙ্গার ছাত্র।
❑ দিনমজুর
একটা পছন্দসই জীবন খুঁজছি। তেমন জীবন পেলে এই জীবনটা বদল করে নেব। পছন্দসই জীবনে আসলে কী চাই- একটু টাকা, গাড়ি বাড়ি। সমুদ্রের কাছাকাছি একটু অবসর। কবিতা। প্রিয় নারী। বাবা মা অনেক কষ্ট করলো, সুখ স্বাচ্ছন্দ্য, বিত্তে ভরা একটা জীবন তাদের উপহার দিতে চাই। নিজের জন্য একটুখানি সময় চাই। দেশ বিদেশ ঘুরে বেড়াবার কিছুটা ইচ্ছা ছিল। কিন্তু তেমন জীবন আমি কোথায় পাব? কীভাবে? চেষ্টায় আছি বহুদিন ধরে। পছন্দসই জীবনের খোঁজে আমার গোটা জীবনটাই কেটে গেল।
❑ একটি গ্রাম্য বন
পাখির ডানার নিচে কিছু নির্জনতা থাকে। যেভাবে প্রাচীন বৃক্ষের ভেতর লুকিয়ে থাকে সন্ধ্যা।
❑ কেমন আছো মানুষেরা
রাতের অনুষ্ঠানে যাব। প্রকান্ড বাড়িতে। শুনেছি
এ বাড়িতে ভুত থাকে। নারীদের চুমু খাব। খাবো মদ।
ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অভিজাত বক্ষ দেখব;
খুটিয়ে খুটিয়ে।
নারীরা হাসবে, ঢলে পড়বে।
তাদের কলকলে মুখরিত হবে বারান্দা।
রাত গাঢ় হয়ে আসবে, সেলেস্টিয়াল রাত।
এক গ্লাস মদ খাবো আরো।
অত:পর বেড়িয়ে পড়বো পৃথিবীর শেষ
ঝরনার খোঁজে।
❑ থাপ্পড়ের ওপর কোনো ওষুধ নাই
এখনো মারিনাই। আশা করতেছি মারবো।
❑ ছেলেমানুষি
আমার মন জলে নাইমা পড়ে। হামাগুড়ি দেয়। মন আমার সাঁতার কাটে, খাড়ির দিকে যায়। মাঝে মাঝে নৌকা আসে, বৈশাখের হইলদা দুপুরে। লাল ঠোঁটে মাঝি পান খায়। নতুন বউ বড় বড় চক্ষে তাকায়। পহেলা বৈশাখে মেঘ নাই আকাশে। আমার মন মেলার দিকে যায়। মন আমার মেলায় ঘুইরা বেড়ায়। আমার মন এক ছোট ছেলে, ডুগডুগি হাতে নিয়া বাপের লগে হাঁটে। আমার মন এক ছোট মেয়ে, বেণী দুলাই দুলাই বাপের লগে হাঁটে।
❑ মুখ
যদি
আরেকবার জন্মাই,
আমি আমার মায়ের গর্ভেই জন্মাবো
কিন্তু পৃথিবীতে এসে
যে
কষ্ট
আমার
মা
পেলো
তা তুলনাহীন —
মা অভিমানে
আর ফিরবে না বলে
আমারো জন্ম নেওয়া হবে না আর কোনোদিন।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০