==> একদেশে ছিলো একজন গরিব মেধাবী ছেলে। তার বাবা পরের জমিতে কামলা খাটে। এবং ছেলে মানুষ বানানোর জন্য দিন রাত পরিশ্রম করে। এই ধরনের পিতার ঘামের মূল্য অনেক। এই পিতা চায়, ছেলে সরকারি চাকরি করুক। আরামে থাকুক। বা ছেলে ডাক্তার হয়ে সরকারি হাসপাতালে চাকরি করুক। পিতাদের এমন সপ্ন পূরন করতে পারলে, পিতাদের ঘামের মূল্য, অল্প হলেও শোধ হবে।
এই ধরনের মেধাবী ছেলোরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এর মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়। পরে আবরার ও পাগল এর মত লোকদের পিটিয়ে মারে। ঐ দিন মজুর গরিব পিতা কি জানে, তার সন্তান ঐ আবরার ও পাগলকে হত্যা করে? যদি জানতো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুন করতে শিখবে, তাহলে কি তার পিতা তার পিছনে এত ঘাম ইনভেষ্ট করতো? জাতির কাছে আমার প্রশ্ন।
==> ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান। দেশে মনে করেন ১ লাখ স্কুল আছে। এই ১ লাখ স্কুলের মধ্যে ১ লাখ; রোল নং ১ আছে। এই রোল নং একগন ভর্তি পরীক্ষা দিয়ে, নিজেকে মেধাবী প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভদ্র হবে, মানুষের মত মানুষ হবে। পেশাগত জীবনে প্রবেশ করে দক্ষতার সাথে সফলতা পাবে।
১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ বিক্রি করতে পেরে, উপাচার্য গর্ব অনুভব করছে।উনি কি বলতে পারবে, আমার একাউন্টিং এর ছাত্র বিদেশে মাল্টি ন্যাশনাল কম্পনিতে চাকরি করছে?
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩