অনেকদিন পর আজ এই চিপফ খেলাম। সেই ঐতিহ্যবাহী স্বাদ। ফ্লেবারে কোন পার্থক্য নাই। খুব টেস্ট। চিপস খাচ্ছি ও প্যাকেট দেখছি। দেখলাম একটি বারকোড দেয়া। বারকোড যে কি, সেটা আমরা ভালই জানি।
তখন আমার মাথায় একটি খেয়াল আসলো। আমাদের সবার হাতে এন্ডোয়েট ফোন। Bar Code, QR Code ইত্যাদি scan করার জন্য Play Store এ App আছে। এখন যদি এই চিপস সহ সকল পণ্যে Bar Code এর পাশাপাশি যদি QR Code ও থাকতো, তাহলে ভালোহতো। এই QR Code এ পন্যের নাম, কম্পানির নাম, উৎপাদন এর তারিখ, মেয়াদ, পন্যের মূল্য ইত্যাদি লেখা থাকবে। জনগণ QR Code স্ক্যান করলেই মেয়াদ ও দাম দেখতে পারবে।
এই QR Code টি বড় ও স্পষ্ট করে প্রিন্ট করে দিতে হবে, যাতে সকলের নজরে পড়ে।