আমি নোরা ফাতেহি আগমন উপলক্ষে একটি পোস্ট করেছিলাম। এই যে সেই লিংক। একজন লোক এই কমেন্ট করেন।
পয়েন্ট ০১। টাকা মন মত ছাপানো যায়। ডলার ছাপানো যায় না। ডলার কামাতে হয়। আপনি যদি ডলার কামাই করেন, তাহলে সরকার আপনার কাছ থেকে ডলার নিয়ে নিবে। টাকা ফেরত দিবে। স্বর্ন আর রুপার মত ডলারও একটি রাষ্ট্রীয় সম্পদ মনে করি।
পয়েন্ট ০২। আমি যদি নায়ক ইলিয়াস কাঞ্চন, সাবানা, রিয়াজদের ভাড়া করতাম তাহলে তাদের কে টাকা দিয়ে পারিশ্রমিক দিতে পারতাম। নোরা ফাতেহি বিদেশী শিল্পী। তাকে আপনি টাকা দিয়ে ভাড়া করতে পারবেন না। তাকে আপনি অবশ্যই ডলার দিয়ে ভাড়া করে আনতে হবে। আপনার পকেটে টাকা আছে। কিন্তু আপনার পকেটে ডলার নাই। তাহলে ডলার কোথা হতে আনবেন? নিশ্চই ব্যাংক থেকে? ব্যাংক কোথা হতে আনবে? অবশ্যই রিজার্ব থেকে। তো নোরা ফাতেহি কে আনতে রিজার্বে টান পড়লো তো?
পয়েন্ট ০৩। এখন মনে করেন। নোরা ফাতেহি কে আপনি ১০০ ডলার দিয়ে ভাড়া করে আনলেন। তাকে দেখার জন্য বিদেশীরা বাংলাদেশে এসেছে। তাকে দেখার জন্য হাজার হাজার ডলার খরচ করছে। তখন আমাদের লাভ হতো।
পয়েন্ট ০৪। টাকা থাকলে আবল তাবল খরচ করতে নাই। আপনার এত টাকা থাকলে কোথাও ইনভেস্ট করুন। পর্টযন খাতে বিনিয়োগ করুন। বিদেশী টুরিস্ট আনুন। বা সফটওয়্যার বানান। তাহলে তো ডলার আসবে।
অনিকেত বৈরাগী তূর্য্য কে ধন্যবাদ। কারন আপনাকে উত্তর দেবার জন্য মাথাকে একটু খাটানো লাগছে। যা বলতে চেয়েছি তা গুছিয়ে লেখতে পারলাম না। মরুভূমির জলদস্যু আবার কি যেন মত্যব করে আল্লায় জানে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৬