সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। যার বেশির ভাগই পতিতা সরকারের সুবিধাভোগীদের সংশ্লিষ্ট থাকার তথ্য পাওয়া যাচ্ছে।
এরই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশব্যাপী সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় করে সারাদেশে আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করেছে সেই সংগে টহলদল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম বৃদ্ধি করেছে।
এছাড়া ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি যেকোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী, চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সযোগীতা করুন দেশ মাতৃকার সেবার গর্বিত অংশিদার হো'ন।
র্যাবের রোবাস্ট পেট্রোল; সারাদেশে ২১৮ টহলদল, সাদা পোশাকেও নজরদারি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩