করোনা ভাইরাস এর মহামারি, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। সব মিলিয়ে আমাদের অর্থনীতিতে বেহাল দশা। আমাদের ডলালের রিজার্ব দিন দিন কমে যাচ্ছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে না। আমদানী আয় কম। রপ্তানী ব্যায় বেশী। যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ব কে নাজেহাল করে দিচ্ছে।
এখন আসি নোরা ফাতেহি এর দিকে। তাকে বাংলাদেশে ভাড়া করে আনা হচ্ছে। ভালো কথা। উনি বাংলাদেশে আসতেই পারে। তিনি ঘুরতে আসতে পারে। কিন্তু তাকে এই সংকটে আনা উচিৎ হবে কি? কারন আপনি তো তার মুজুরি ডলারে পরিশোধ করবেন। টাকায় তো পরিশোধ করবে না। যে মুর্হুত্তে ডলারের চরম সংকট সে সময়ে এই নৃত্যশিল্পী তে ভাড়া করে আনা বিলাশিতা ছাড়া আর কিছু না।
ইদানিং বিভিন্ন ব্যাংক ডলারের অভাবে LC বন্ধ করে দিচ্ছে। LC এর অভাবে ঔষুধ আনা যাচ্ছে না। ডলারের অভাবে বাংলাদেশ সরকার যেখানে জ্বালানী তেল সৌদি আরবের কাছ থেকে বাকিতে ক্রয় করছে; সে স্থানে ডলার দিয়ে ভাড়া করা নোরা ফাতেহি কে আনার কি দরকার ছিলো।
ব্যাবসা করতে চাইলে তেলের ব্যাবসা করুন। ফার্মাসিটিক্যাল ব্যাবসা করুন। আমি আপত্তি করবো না। নোহা ফতেহি কে আনলে আমি কোন আপত্তি করতাম না যদি না এখন দেশের সু সময় চলতো। অথবা তাকে দেখার জন্য লন্ডন আমেরিকা থেকে লোক আসছে। এবং তাকে দেখার জন্য ডলার দিয়ে টিকেট কাটছে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪