আমি একজন সুনাগরিক। কারন আমি সরকারের যাবতীয় ট্যাক্স দেই। ভূমি উন্নয়ন কর, ইউনিয়ন পরিষদ এর হোল্ডিং ট্যাক্স সব পরিশোধিত। আমি দেশের আইন মেনে চলি। আমি সংবিধানের প্রতি আস্থাশীল।
আমি আমাদের সমস্যার কথা চেয়ারম্যান সাহেব কে বলি। আমাদের ইউনিয়নের সমস্যার কথা আমাকে ছাড়া অন্য কেউ বলে না।
আমি গাছ লাগাতে ভালোবাসি। আমি গাছ লাগাই। যে সব স্থানে আমার গাছ লাগানোর অনুমতি নাই (যেমন: হাইওয়ে তে) সে সব স্থানে বীচি লাগিয়ে দিয়ে আসি। আমি নিজে গাছ লাগাই। গাছ মানুষ কে উপহার দেই।
আমি বিপদগ্রস্থ লোকদের সাহায্য করি। আমি মানুষ কে খাদ্য খাওয়াতে ভালোবাসি। আমি লোক দেখানো ধর্ম পালন করি না। আমি পাচঁ ওয়াক্ত নামায পড়ার চেষ্টা করি। আমি ফজরের নামায না পড়ে; লোক দেখানো ফেসবুকে “কেউ আমিন না লিখে যাবেন না।” এই জাতীয় পোস্ট করি না। মুখে আমার ধর্মের বাণী, সারাদিন আকাম করি। এমন লোক আমি না।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০