গত কিছুদিন ধরে দেখে আসছি যে, কয়েকজন ব্লগার তাদের পোস্টে ব্লগের আপলোডার দিয়ে ছবি অ্যাটাচ করতে পারছেন না, এ নিয়ে তাঁদের প্রচন্ড মনোবেদনা।
সামহোয়্যার ইন...ব্লগের ইমেজ আপলোডারে ২টা লিমিটেশন আছে -
১. আপলোড করার জন্য ছবির সাইজ ম্যাক্সিমাম ৫০০ কে.বি. হতে পারবে।
২. একটি নির্দিষ্ট সংখ্যার পর আর ছবি আপলোড করা যায়না।
তাঁদের মনোবেদনা কমাতেই আমার আগমন !
সল্যুশান-
১. imgur ওয়েবসাইটে যান এবং আইডি রেজিস্ট্রেশন করুন
২. UpLoad images - Computer এ ক্লিক করে নির্ধারিত ফোল্ডার থেকে যে বা যেসব ছবি আপলোড করতে চান সেগুলো সিলেক্ট করে মাউসে ডাবল ক্লিক বা ওপেন বাটন প্রেস করুন
এরপর ছবি আপলোড কর্মসূচী শুরু হবে
৩. ছবি আপলোড কমপ্লিট হওয়া পর্যন্ত ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে থাকুন (আমাদের দেশের নেট স্পীড এর কারণে এ পয়েন্টটা অ্যাড করতে হলো)
৪. আপলোড কমপ্লিট হয়ে গেলে স্ক্রীন এ সব ছবি থাম্বনেইল আকারে শো করবে, যে ছবিটা পোস্টে দিতে চান সেটায় ক্লিক করুন।
৫. ছবিটা ওপেন হওয়ার পর ডান পাশে Direct Link এ দেয়া লিংকটা কপি করুন
৬. তারপর তা {img|লিংকএখানে পেস্ট করতে হবে}
খেয়াল করুন {} এর বদলে [] দিয়ে লিংক ক্লোজ করতে হবে।
৭. পরিশেষে পুরো লিংকটা কপি করে পোস্টে পেস্ট করে দিলেই কাজ শেষ
** imgur এ ছবির রেজ্যুলেশন(height/width) এর কারণে মাঝে-মধ্যে আপলোড হয়না।তখন অল্প করে একটু ক্রপ করে দিলেই হবে।
আশা করি পোস্টটি আপনাদের সমস্যা নিরসনে ভূমিকা পালন করবে।
ধন্যবাদ !!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩