কিরাম আছেন সবাই? অনেকদিন পরে সামু তে আসলাম… গত কিছু মাস ব্যস্ত থাকার কারনে আসা হয় নাই। পড়াশুনার জন্য একান্ত বাধ্য হয়ে দীর্ঘ ০৫ বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরে এসেছি ঈদের মাত্র একদিন আগে। এখন ভাবতেই ভাল লাগছে, আর যেতে হবেনা ফিরে আমার মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে… আমার গত ২ পোষ্টে ছিল কোরিয়ান খাবারের বিচিত্রতা নিয়ে। এবার এই সিক্যুয়েল টা শেষ করবো, তবে শেষ পর্বটা আমার বিদায় উপলক্ষে অধ্যাপক কর্তৃক বিদায়-ডিনারের কিছু খাবারের ছবি দিয়ে। এই ডিনারের কিছু খাবার আমি ইতিমধ্যে আগের দুই পর্বে বর্ননা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। কোরিয়া তে থাকা অবস্থায় ওদের খাবার নিয়ে নেতিবাচক বিভিন্ন কথা বললেও এখন কিন্তু খুব মিস করি… আহ কিমচি, তুমি কই???









প্রথম পর্বঃ
Click This Link
দ্বিতীয় পর্বঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০১