সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না-কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম। যেমন এটি আমাদের প্রথম পোষ্ট। এ পোষ্ট আজীবনই প্রথম পোষ্ট থেকে যাবে। তাই আজ এমন কিছু জানাতে (লিখতে) চাই যা বিশ্বে "প্রথম" ঘটেছিল। -
● প্রথম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় চীনে।
● বিশ্বের প্রথম ল্যাপটপ 'আইবিএম ৫১১'
● এশিয়ায় প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর।
● বিদেশী প্রধানমন্ত্রীদের মধ্যে প্রথম বাংলাদেশে আসেন ইন্দিরা গান্ধী।
● বাংলাদেশে প্রথম আগমনকারী বৃটিশ প্রধানমন্ত্রী জেমস কালাহান।
● বাংলাদেশে প্রথম আগমনকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
● ফ্রান্সের প্যানহার্ড অ্যান্ড লেভাসর বিশ্বে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি নির্মাণ করে।
● ১৯৯৪ সালে 'ফগক্যাম' নামক ওয়েব ক্যামটি সান ফ্রান্সিস্কো ইউনিভার্সিটিতে সর্বপ্রথম আবিষ্কৃত/ব্যবহৃত হয়, যা এখনো সচল রয়েছে।
● সিডি (কম্পেক্ট ডিস্ক) প্রথম সফলভাবে তৈরি করতে সক্ষম হয় জাপানি প্রতিষ্ঠান সনি।
● বিশ্বখ্যাত কোমল পানীয় কোকাকোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, জর্জিয়ার জ্যাকব’স ফার্মাসিতে!!!
● প্রথম মহাকাশচারী ইউরী গ্যগরিন।
● প্রথম মহাকাশ পর্যটক যুক্তরাষ্ট্রের ড্যানিস টিটো।
● প্রথম টেষ্ট ক্রিকেট ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া)।
● টেষ্ট ক্রিকেট প্রথম বোলার আলফ্রেওশ (ইংল্যান্ড)।
● জিম লেকারই প্রথম, যিনি টেষ্টের ১ ইনিংসে ১০ উইকেট শিকার করেন।
● টেষ্ট ক্রিকেটের প্রথম ভেন্যু হল মেলবোর্ন (অষ্ট্রেলিয়া)।
● প্রথম ডাকটিকিটের নাম 'পেনিব্ল্যাক' (ইংল্যান্ড)।
● প্রথম টেষ্টটিউব বেবি - লুইস ব্রাউন।
● পৃথিবীর প্রথম বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় খ্রিষ্টপূর্ব ৬৯৫ সালে প্রাচীন আসিরীয় রাজ্যের নিনেভাহতে।
** আজ আর কিছু দিলামনা। আপনারা হয়তো এত পড়তে চাইবেন না। পোষ্ট ভালো/খারাপ লাগলে মন্তব্য করবেন। ভুল হলে ক্ষমা করবেন।