আমি যা দেখি তুমি তা দেখ?
সন্ধ্যার আকাশে বাদুর, চিল আর বকের কোনটা কে
আর কে কে হেঁটে যায় অন্ধকার অন্তরালে
কার ভেতরে পাড় ভাঙে আবিরাম আর
শূন্যতা চিরে ঘুরপাক খায় দৃষ্টি যাযাবর?
আমি যা দেখি তুমি তা দেখ?
ওই হেঁটে যায় মেঘ মাথায় মৃদু মানুষ
ভিজে যায় ভিজে চলে সকাল দুপুর সন্ধ্যা
কোথায় চলে যায় আবার ফিরে আসে সেখানেই
দেখতে পাও তার চোখের সৈকত, বালি কিচকিচ চর?
আমি যা দেখি তুমি তা দেখ?
তোমার নিজস্ব চোখ, যা থেকে যায় আড়ালে বরাবর
অলীক বারুদে উতল টইটুম্বুর, তবু ঘুমঘুম নদী
ত্রিনয়নে এঁকেছ গহ্বর, কার গহীন কৃষ্ণবিবর?
এঁকেবেঁকে ডুবোচর, চিবুকে চিকচিক রোদ্দুর
আমি যা দেখি তুমি তা দেখ?
কেমন তৃষ্ণায় বুক হয় খা খা বৈশাখী মাঠ
সবুজ ঘাসের চুমু সমস্ত শিরায় নাচে মদের মল্লার
এভাবেই মানব মিলে গেছে মানবীর অতল, বকুল!
শব্দে যারা পারে নাই, তুমি- শুধু তুমি; তাহাদের সমুদ্দুর..
ছবি - Cédric Brancourt
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩২