এই পৃথিবীর বুকে নেমে এসেছে এ যাবত যত রাত
তাদের সকল অন্ধকারের যোগফল তোমার শূন্যতা
ততোধিক অন্ধকারে আমি নিজেকে করেছি বিলীন
সুনীল তরবারি শিরায়; বয়ে চলে ঘাতক সাবমেরিন
এই গ্রহটির হাড়মাংস যতজুড়ে অক্টোপাস নীলতিমি
বিচরণ করে আর জল মাখে তীরমাখা তীরল হরিণ
আরো কত পাথুরে বিষাদ আর বুকে উড়াল অভিলাষ
মানুষ মানুষেতে মহাসুর, অনির্দেশে হেঁটে যায় অনন্তর
এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে এ যাবত যত মানুষ
আমি তাদেরই একজন, তোমরাও তাই, এই মহাভূমে
যত শিশু খেলেছে তেপান্তরের মাঠ, জমিন উপড়ে
উঁকি দেয় উদ্ভট হেরেম আর কংক্রিট জিমনেশিয়াম
সকলের সকল পাপের সমান বেদনা নিয়ে ক্রুশবিদ্ধ যীশু
হেঁটে যান বাজারের থলে হাতে যদি দেখা বুদ্ধের সাথে,
হত্যা করবার কথা তবু তারা এককাপ চা খান একসাথে,
মানুষের কিছু আর আসবে না তাতে, পাতাদেরও তাই
সবুজতাপ আর গন্ধগোকুলের বিলাপ ফিরছে প্রান্তরে
ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কান পেতে শোনা যাবে মায়ের
চিৎকার-- যখন আমি পৃথিবীর পথে। এভাবে উদ্ধার হবে
স্মৃতির মুকুট--চুরি যাওয়া মালিকানা গহনা দলিলসব
এ যাবত যতবার ভোরবেলা এসেছে এই গ্রহে নির্ভয়ে
যতবার সূর্য দাঁড়িয়েছে মাথা তুলে ঠিক শিড়দাঁড়া বরাবর
বল্লম হাতে ছুটে গেছে শিকারি; ঘুঙুর পায়ে চিতাবাঘ চিল,
ভোররাত্রির আলো ছেঁকে কবিতা লিখছি, নিছক অর্থহীন
১০.০৮.২০২
ছবিসূত্র -
Primitive I Painting
Andrei Palade
Romania
https://www.saatchiart.com/art
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩