আমাকে অমোঘ করে নাও তোমার সভায়
ছাড়িয়ে নাও আমার খোলস, আত্মার মুখোশ
শব্দের শবদেহ ছিড়ে খায় বাসনা-শকুন
পোস্টকার্ডের নৌকা বালিয়াড়িতে বন্দি
আমন্ত্রণপত্র তোমার আঙিনাতে দুলছে
যেমন কেঁপে যায় জাহাজের মাস্তুল, ডুবোচরে।
আমাকে আমার করে নাও তোমার ভেলায়
ছাড়িয়ে নাও গতজন্মের পোশাক তরুল
সেঁকে নাও তোমার কাজল তাওয়ায়
আখের গুড়ে আমাকে মেখে দুধসাদা রুটি
তুলে ধর প্রিয়তম সন্তানের মুখে, আজবারে।
আমায় বাদামের মত মিহি করে মতিচুর শরবত
তুলে নাও ঠোঁটে, কবুল বল আদমের ভুল।
ছবি পেয়েছি - Dereje Demissie (Ethiopia), Psychscape (2009)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৩