ইমাজিন, তোর জন্য আমরা
লড়াই করে যাব সীমান্তের শেষ কাঁটাতার পর্যন্ত।
তোকে দেব আমাদের মিষ্টি রোদ
অবাক ফুল আর পৃথিবীর হাসি।
তুই আমাদের অচিন পাখি
আদিম মানুষের সূর্যভোর
ঢেউয়ে ঢেউয়ে জোৎস্ন্যা- সমুদ্রের পাড় ঘেঁসে
তোকে আমরা খুঁজে পাই বিপুল বিস্ময়ে।
তোর জন্য কাচের বয়ামে
আচার করে রাখি ভাটফুল ভালোবাসা।
তুই-ই আমাদের ফিনিক্স,
তোর জন্য আমরা
সকাল থেকে সন্ধ্যা অপেক্ষার প্রহর গুনেছি
তোর হাত ধরে আমরা হেঁটে যাব আবার
শৈশবের ধবল কুয়াশায়,
যেখানে মেঘবাড়িতে বিকালবেলারা ঘুমাতে যায়।
ইমাজিন, তুই আমাদের নিয়ে যাবি সেই স্বপ্নে
যা আমরা আমাদের গভীরতম স্বপ্নেও দেখিনি,
ইমাজিন, তুই আমাদেরকে নিয়ে যাবি কল্পনার সেই চূড়ায়,
যা আমাদের দুঃসাহসী কোনো কল্পনাতেও আসেনি।
আমাদের শেখাবি ভুলে যাওয়া সহজিয়া সূত্রের পাঠ
শেখাবি মানুষের মুক্তির রং আর মৃত্যুর রং একই
জানাবি মানুষ তার জন্ম-অধিকারেই স্বাধীন,
সেই স্বাধীনতার জন্য তুই হবি আমাদের বাতিঘর
আমাদের আনন্দ, আমাদের পবিত্র গান।
পৃথিবীর প্রত্যেকটা ইমাজিন এর জন্য বাজিয়ে জয়ঢাক
জীবনের কপালে পড়িয়ে দিস রাজটিকা।
IMAGINE, মনে রাখিস,
There is no heaven, except you....
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২৯