চাঁদ আর বৃষ্টির প্রার্থনায়...
আকাশে বিছানো কালো মেঘের অবরোধ
এই বিস্তারে কেটে গেল দুপুর-বিকাল-সন্ধ্যা।
ফিরতি পথে আকাশ মেখেছে চোখ
আকুলিয়া অতীত থেকে উঠে আসলো সেই রাত,
চাঁদ নিয়ে গেল সমুদ্র সমুদ্রে,
তখন আমার ৩৩, মনে পড়ে?
জীবনের উন্মোচনে আমাদের অনুসন্ধানী অভিযাত্রা-
প্যাডেলের ঘূর্ণিতে,
পৃথিবীর মত সূর্যের কাছাকাছি....
আলো হয়ে ফুটবি
জানি পদ্মআঁচলে আমার ঘুম
তোর ৩৩ -এ নতজানু আমি
জেগে থাকে গভীর অন্ধকার, রাত ৩.৩
একটু পরেই সকাল
একটু পরেই আলো
একটু পরেই তুই
এরকম জন্মের অপেক্ষায় প্যাডেলের ঘূর্ণি থামতে পারে কি?
পাথরে পাথর ঘষে মানুষ জ্বেলেছে আগুন অবিরাম
উত্তাপ আর আলোয় ভেসে গেছে চরাচর
আমার ঠোঁটে পাথরের প্রাগৈতিহাসিক অভিমান-
পলি হয়ে জমে আছে,
ছুঁয়ে দিস তুই-আলো; গাছ হয়ে যাই
আমার শরীর জুড়ে গান গায় বাসনার ফুল,
আহা, ঝরে যায় বকুলের ফুল...
*** ছবি ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১২