প্রতি সন্ধ্যায় এখানে সন্ধ্যা নামে,
প্রতি রাতে রাত
কিন্তু সকাল অনিশ্চিত, তার খোঁজে
উড়ে গেছে সব পাখি
একলা অন্তরালে; ভাঙছে সবুজ
বিনিদ্র স্বপ্নের মাঝে আমি ঘুমিয়ে গিয়েছি
আর একটিবার যদি পিছু ফেরে সময়ের তীর
সমবেত গানে দেখা হবে বন্ধু'র পথে
সেখানে তোমার চোখ আশালীন ঘোর
কুয়াশার পাড়ে আমি বুনছি আঁচল
আগুন জ্বেলে অপেক্ষার রাতে
আমি ঘুমিয়ে পড়েছি
এখানে, প্রতি সন্ধ্যায় সন্ধ্যা নামে...
প্রতিরাতে রাত।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:০০