১।
ল্যাম্পপোস্টের নিচে কাগজ কুড়োচ্ছে অন্ধকার
আলোর ইস্কুলে হোমওয়ার্ক করবে বলে,
বেণি দুলিয়ে হেঁটে গেল সিন্ধুপারের মেয়ে
দুপুরবেলা ফুটপাথে, ম্যারাথন জলপাই আসর
ফোটোগ্রাফির প্রথম পাঠ, অতল-
তোর সঙ্গে আমার ভিউফাইন্ডারে পরিচয়
ম্যাক্রো লেন্সে শিশির বিন্দু
তোর সাথে আমার পাহাড়পুরে জেগে ওঠা সকাল
দৃশ্যগুলো জেগে থাক,
ঢেউয়ের চূড়ায় হারাবার মত অবিকল...
২।
সন্তুরের শব্দের মত ডানা ঝাপটাচ্ছে বৃষ্টি
এরকম শব্দে অক্ষর শহরের সীমানা ছাড়ায়
সকল সঙ্গে সাগর মেলে না; জানে ঢেউ
অবিকল আলোয় ভাঙে বিহ্বলতার পাড়
মহাবসন্তে গেয়ে গেছে পাখি জলরং ডানায়
অতীত ভাসছে দক্ষিণের শীতল রাত্রিচূড়ায়
তার পায়ের শব্দ শুনি দিন গুনি আর পাথর কুড়াই
উত্তুরে আদরে গলে যায় হিমবাহ, তরল উষ্ণতায়....
৩।
মানুষ কেবল তার স্বপ্নের মধ্যেই বড় হয়
জমিনে জন্ম জেনে বিছায় আদরের ঘুম
আঁচড় কাটে শূন্যতায়,
আঁকে নীলাভ আসমান....
যখন সবকিছুই কাল্পনিক
প্রেমিকার চোখের তারায়
লক্ষ্যভেদে ব্যস্ত তীরন্দাজ
স্মৃতি হাতড়িয়ে তুলে আনে অন্ধ অতীত,
কমলালেবুর ঘ্রাণ, পদ্মায় ফেরির হুইসেল
হারিকেন-শৈশব হাতড়িয়ে
উঠে আসছে ক্রমাগত বন্ধু'র মুখ
জলের ফোঁটার মত ঝরে পড়ছে
মরিচা ধরা হার্ডডিস্কের চাকায়..
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৫