এক রক্তিম চাদরে ঢাকা পড়ে যাচ্ছে চরাচর
আমি, তুমি এবং আমাদের যুগল নিঃসঙ্গতা
আমরা বাস করতাম যদি এক
শীতল পাইনের বন
তার ধারে...
প্রতি সন্ধ্যায় আগুন জ্বেলে
চেয়ে থেকে থেকে যদি কেটে যেত আমাদের
অনেক বছর
এই এক ছবি বুকে নিয়ে
যদি চলে যাওয়া যেত কোনো দিকে
চারিদিকে এত দেয়াল,
এত শেকল আর অদ্ভুত সব দুঃখ,
বেঁচে থাকবার দুঃসহ অভিমান!
বিষণ্ণতায় বিষ নয়,
প্রদীপ জ্বালাও হে অর্জুন
অনেক বেশ দেখা হল এই দেশে,
পায়ে পেরেক আর হৃদয়ে দিয়াশলাই বাক্স নিয়ে
হতে পারে যদি আরেক
সপ্তম অভিযান....
*** ছবিটি ইন্টারনেট থেকে প্রাপ্ত, আর্টিস্ট লিংক না থাকায় ব্যবহারের অনুমতি নিতে পারিনি, কিন্তু ছবিটি খুব পছন্দ হওয়ায় দিতে বাধ্য হলাম!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬