কোথায় তোমার সেই মৃত্যু-নির্জনতা, কাফকা?
সমুদ্রের বালিয়াড়িতে চাঁদ-রূপালী চাদর
মা’র হাতে ক্রুশ-কাঠিতে বোনা শুভ্র ছেলেবেলা,
ঝিনুক সৈকতের অন্ধকার দ্বীপে
পরাবাস্তব ফিল্ম-শো দেখে বাড়ি ফিরছিলাম আমরা।
অনুরণনের বেলাভূমিতে পাড় ভেঙে যায় অবেলায়
আমি বিস্মৃতির ক্যাফেতে বসে পান করছি সোনালী কফি
ধু ধু বাতাসে ডাক দিয়ে যাচ্ছে নোনতা ঢেউ
বহুক্ষণ থেকে স্ট্যাচু-আকাশে সন্ধ্যা ঝুলে আছে
এখান থেকে তোমাকে দূরের পাখি মনে হয়…
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬