১
আমি যেদিকেই ঘুরে নত হই
কাবা'র মত সামনে দাঁড়াও তুমি
আমি যেদিকেই ঘুরে তাকাই
তোমার চোখে আয়না ধরে আকাশ
এত আতশবাজি কোথায় পেয়েছ তুমি?
বারুদের কৌটায় সাজাতে পার ফুল--
আমি সেজদায় ডুবে যাই জলে..
***************************
২
বাতাসের মধ্যে ঘাসের দাঁড় টানার শব্দ শোনা যায়
অবিরাম দূর হতে ভেসে আসে ঘন্টার শব্দ
এখানে এখন গভীর রাতের নির্বাসন
খোলা আকাশে চোখে চোখ রেখে সকল আঁধার
জমা করে রাখি তার চুলে, বাতাসে দাঁড়ের শব্দ
শোনা যায়, এরকম এক রাতের জন্য
এক আলোকজন্মের মৌনতা ঘুচে যায়...
******************************
৩
তোমাকে আমার সকল অমল ক্লান্তির কথা বলতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে তোমার ভেসে থাকবার সূত্রজাল। আমি তোমার চোখে কান পাতি আর ঝিরিঝিরি এক নদী বয়ে যায় শিড়দাঁড়ায়। আকাশ থেকে ঝরে পড়ছে কাঁচের অশ্রু, তুমি শুনতে পাও সেই নূপুরের স্মৃতি? এভাবে এমন দেখা হল সীমানায়, যখন আর একটু এগুলেই যেন গড়িয়ে পড়ব পৃথিবীর কিনার বেয়ে। বুকের মধ্যে পাথুরে মাটিতে তুমি ফোঁটাও সোনালু, আমি একফালি চাঁদ আঁকছি- কপালে মেখ, জ্বর হয় যদি...
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯