কালো গোলাপের বাসনা মুড়ি দিয়ে
দুয়ারে এসে দাঁড়ায় অষ্টাদশী রাত
জানলায় তখনো গোধুলীর বিদায়ী সানাই
বধুলাল রাগে রক্তল আকাশ
তোর আঁচলের কার্নিশে চিলতে ডানায়
উড়ে আসে উড়ুক্কু নীল খাম-
কৈশোরের ঘাসফুল,
শিশির মাড়িয়ে পথ চলাতে
মুছে যায় সব অতীত
গভীর রাত্রির মত
ঝিরিঝিরি অন্ধকারে,
ঝিঝি পোকারাও ঝরে পড়ে
হারিয়ে যায়
জোছনাগন্ধী নদীর মত
পাহাড় থেকে সমুদ্রে ডুবে যাওয়ার
অতলে অন্তলীন অভিযান!
দূর দিগন্তে চুর- তোর খোঁপায় রোদ্দুর
অবেলায় ভালোবেসে
সাজিয়ে তোলা জলের বকুল!
ডানা ঝাপটায় ভুলে যাওয়া সেইসব
বেঁচে থাকবার দিন, সবুজ
সময়ের রাজপথে স্মৃতির মিছিল
দেয়ালে দেয়ালে মুক্তির ফানুস
লেপটে থাকে একমুঠো আগুনের অপেক্ষায়
সূর্যের পালাও আসে ঠিক
উত্তাপ ও সন্তাপে, আকুল আলোয় অদ্ভূত-
তবু আগুন, সেই তো জানে নির্ভূল
মরে যাওয়ার পরেই কেবল সবাই অমর
দস্যুরাও দানবীর দেবদূত!