এবার ব্লগ ডে উদযাপন হতে যাচ্ছে মধুকবির দেশে, দেশের প্রথম হানাদার মুক্ত জেলা শহর যশোরে! যশোরের ব্লগার যে যেখানে আছেন হাত তুলেন, সবার শারীরিক উপস্থিতি চাই, আর দেশের বর্তমান পরিস্থিতিতে সবার পক্ষে হয়তো উপস্থিত হওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে সবার শুভকামনা ও আত্মিক হাজিরা আশা করছি। তারিখ তো সেই ১৯ শে ডিসেম্বর, বিকাল ৫ ঘটিকা! স্থান- আনন্দ নিকেতন! আনন্দ নিকেতনটা কোথায়? সেইটা হল আমার বাড়ির ছাদ, গত ১৬ ডিসেম্বর থেকে ছাদে বাগিচা প্রস্তুত করছি, সেখানে এক চালা টিনের ও চাটাই দিয়ে নির্মান করছি আনন্দ নিকেতন। গুরুদেব প্রতিষ্ঠা করেছিলেন শান্তি নিকেতন, অইটা যেহেতু করা হয়ে গেছে, তাই আমরা করছি আনন্দ নিকেতন! আনন্দ নিকেতন নিয়ে আরেক দিন কথা হবে, আজকের আলোচ্য বিষয় ব্লগ ডে। আগামীকাল আমরা যশোরের কিছু নবীন ব্লগার নিয়ে মিটিং করবো, সেই মিটিঙে ব্লগ ডে'র অনুষ্ঠানসূচী চূড়ান্ত করা হবে, সবার সতস্ফুর্ত পরামর্শ, ভাবনা আশা করছি। আমরা ব্লগ ডে'র পোস্টার হাতে পেয়ে গিয়েছি গতকাল, ব্লগার কাল্পনিক ভালোবাসাকে ভালোবাসা, এত চমৎকার একটা পোস্টার ডিজাইন করার জন্য। আমরা আশা করছি আগামীকাল আমরা স্কুল কলেজ সহ শহরের কিছু স্থানে ব্লগ ডে'র পোস্টার লটকিয়ে দিতে পারবো!
উপরে আনন্দ নিকেতন ও বাগিচার ফুলের সামান্য নমুনা দেওয়া হল, সবার উৎসাহ বাড়াতে আমরা আশা করছি আমরা ব্লগ ডে'র উপস্থিত বন্ধুদের নলেন গুড়ের সন্দেশ ও যশোরের খেজুর রসের পায়েস ও রসিক কেউ থাকলে তাকে রস পরিবেশন করতে পারবো!
বাক দায়িত্বশীলতার সাথে বাক স্বাধীনতার চর্চা হোক, বাংলার পথ প্রান্তর বাংলার মানুষের জন্য নিরাপদ হোক!
পাপীর ক্ষয় হোক!
মানুষের জয় হোক!
যোগাযোগঃ
https://www.facebook.com/khondocondro
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩