ৎঁ
.কবি,
..কবিতা,-
...যদি সবুজ হও,
.....কান পেতে শোন,-
.......প্রথমে ভালোবাসতে হয়,
..........ভালোবেসে কষ্ট পেতে হয়,
.............সেই কষ্টকে ভালোবাসতে হয়,
................তারপর কষ্ট পেয়ে ভালোবাসতে হয়,
....................অতঃপর কবিতা এসে দাঁড়ায় দুয়ারে,
.........................ঘরের জানলায় প্রান্তর মেলে দিয়ে বলে, -
........................................................................আমাকে নাও!
ৎঁ
পথ
পথিক
জনান্তিকে,
মায়াবিক অরন্যে
নির্ভীক নেশালু ছুটছে।
বুকজুড়ে মধু ঘাস, চাষবাস,
ডানপিটে দাবানল, সবকিছু পুড়ছে!
পলিমাটি সঞ্চার, বয়ে চলা প্রান্তর, অভ্র গড়ছে
ধূলিরাশি উদ্বাহু, নৃত্য নটবায়ু, অস্থির সীমান্ত সুর ভাঙছে
কাশ ফুলে, জলবনে, মেঘ জমে, কূল ভেঙ্গে, বহুদূর চাঁদদূর ডাকছে,
কিছু মন ঝাউবন, তির তির বাতাসে, হু হু ডাকা বিষাদে, মাঠ বন পেড়িয়ে ছুটছে!
ৎঁ
আজ,
সারাদিন,
মেঘে মেঘে,
নূপুর বাজল ঝুমুর,
কাল,
সারারাত,
চোখে চোখে,
বিজলী হাসল তুমুল।
ৎঁ
তুমি
সারাবেলা
রিমঝিম সুর সুর সুবর্ণ,
চেয়েছিলে অপলক মেঘদল নীল,
আমি
ঘরছাড়া,
খসখসে বিষ বিষ বিষন্ন
হয়েছিলাম পদ্মে, ময়ূরকঠী ঝিল।
ৎঁ
ঐ,
দেখ,-
উড়ে যায়,-
উড়ে উড়ে যায়,-
ঠোঁটে পদ্ম, চোখে নীল,
হৃদয়ে আগন্তুক সন্ধ্যা বিছিয়ে,-
লুটেরা অন্ধকারে দিগন্তকে সঁপে দিয়ে,-
ঐ দেখ,কেমন উড়ে যায় সোনালী ডানার চিল!
ৎঁ
ঘন
নিবিড়
অরণ্যে প্রেমে,
কিছু গান,-বুনো হাস!
বুক জুড়ে বেহুলা অন্ধকারে,
হেসে যায় হন্তারক সুরেদের বাজ!
তবু কিছু বাঁশি, দিবানিশি মেঘ ভালোবাসি,
ঝনঝন বেজে চলে বৃষ্টি, - সপ্তক সুন্দর সর্বনাশ!