আজ সব কিছুই নিলাম হবে,
আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে!
শ্রম, ঘাম, বিদ্যা, কাম, পাপ, তাপ পেরিয়ে,
শেষমেশ আজ নিলামে উঠেছে মায়ের আঁচল,
পবিত্র অশ্রু, বোনের বাসর, বাবার চশমা এবং খুকুর চোখ!
আজ থেকে আর বেশ্যা বলে কাউকে গালি দিও না,
যখন তোমার রাষ্ট্রের মননে বিকিকিনির হাটবাজার।
আজ আর বেঈমান বলে কাউকে গালি দিওনা,
যখন তোমার নেতাদের হৃদয়ে দালালীর চাষাবাস।
রুদ্র, এই শকুনে খামচানো পতাকা তোমার ছিলো না ,
রুমি, এই বিক্রি হওয়া বাংলাদেশ তোমার ছিলো না,
দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও,
কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩২