T20 বরাবর ই আমার একটু বেশী প্রিয়! হয়তো সেটা "সময়" এর জন্যই, কিন্তু আজকে কেন এতটা আবেগি মনে হচ্ছে নিজেকে?
কোন প্রিয় মানুষ দুরে চলে গেলে যেমনটি হয়! তাহলে কি নিজের অজান্তেই মাশরাফির জন্য এই ভালোবাসা? আমি যখনই মাশরাফির কথা চিন্তা করি সবার আগে কেন জানি "দেশপ্রেম" জিনিষটা খুব অনুভব করি... আসলে একজন মানুষের জন্য শ্রদ্ধা-ভক্তি-র জায়গা করে দিতে হয় না... এটা ঐ মানুষটা নিজেই করে নেয়!
আমি জানি আমার মত হাজারো ভক্ত আছে সারা দুনিয়া জুড়ে তাঁর, যারা ক্রিকেট খুব একটা বুজেনা... কিন্তু এই মানুষটাকে অন্তরের অন্তস্থল থেকে "ভালোবাসে"। আমি অবশ্যই আজকের খেলাটি দেখব এবং হার-জিত দেখার জন্য নয়, শুধু মাত্র আমার ভালোবাসার মানুষটিকে আরো গভীর ভাবে অনুভব করবো..
"ভালোবাসা মাশরাফির জন্য", "ভালোবাসা মাশরাফির জন্য" এবং "ভালোবাসা মাশরাফির জন্য"...
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২