গুগল এডসেন্সের কথা শুনেছেন? যারা শুনেছেন এই পোস্টটি তাদের জন্য নয়।
আপনি শুনেননি, আপনার জ্ন্য এই পোস্ট।
অনলাইনে উপার্জনের অন্য সব উপায়ের মধ্যে সেরা একটি উপায় হচ্ছে গুগল এডসেন্স। গুগল এডসেন্সের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে একটি পুরো সংসার চলতে পারে অনায়াসেই। অনলাইনে এই পদ্ধতিতে উপার্জন করাটা খুব কঠিন কোন কাজ নয়। তবে এডসেন্সে একাউন্ট পেতে, উপার্জন বৃদ্ধি করতে একটু পরিশ্রমতো অবশ্যই করতে হবে।
গুগল এডসেন্স হলো একটি বিজ্ঞাপণ সেবাদাতা প্রতিষ্ঠান। এখানে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপণ নেয়া হয় এবং যারা গুগল এডসেন্সের মাধ্যমে আয় করে থাকেন তাদের ওয়েব সাইটে বিজ্ঞাপণ দেয়া হয়। আর এই বিজ্ঞাপণই হলো আয়ের মূল উৎস। সরাসরি গুগল কর্তৃক পরিচালিত এই প্রোগ্রাম প্রতি বছর বিলিয়ন-বিলিয়ন ডলার লেনদেন করছে।
গুগল এডসেন্স থেকে মূলত ওয়েব সাইটের মালিকরা তাদের ওয়েব সাইটের মাধ্যমে আয় করে থাকেন। তবে কঠিন নীতিমালার কারণে শুধুমাত্র মানসম্মত ওয়েব সাইটের মালিকদের পক্ষেই আয় করা সম্ভব হয়ে থাকে। নীতিমালা ভঙ্গের কারণে অনেক সময় একাউন্ট ব্যান করা হয়ে থাকে তবে আপিলের মাধ্যমে একাউন্ট রিকভার করার সুযোগ রয়েছে।
যারা তাদের নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে আয় করে থাকেন তাদের শ্রেষ্ঠ পছন্দ হলো গুগল এডসেন্স। কারণ, অন্যান্য প্রতিষ্ঠান- যেমন, চিতিকা; বিডভারটাইজার, ক্লিকসোর ইত্যাদি থেকে সবচেয়ে বেশি আর্ন করা যায় গুগল এডসেন্স থেকে।
পোস্টটি আপাতত এতটুকুই।
****যে সব বিষয় আপনার জেনে রাখা দরকার:
১.গুগল এডসেন্স থেকে আয় করতে হলে আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে।
২.সেই ওয়েব সাইটে ভালো পরিমাণ উন্নত, ইউনিক এবং ফ্রেশ কন্টেন্ট থাকতে হবে।
৩.বাংলা ভাষায় করা সাইট গুগল এডসেন্স সরাসরি এপ্রুভ করেনা, সুতরাং সাইটের সকল কন্টেন্ট ইংলিশে থাকতে হবে।
লেখাটি প্রথম প্রকাশিত এখানে