আমরা বাংগালী কোন ঘটনা ঘটলে সেটার পেছনের কি কারন ছিল সেটা না ভেবেই সেটার গায়ে অধিক পরিমানে রঙ মিশিয়ে একাকার করে দেই , কি জন্য , কি পরিস্থিতিতে , কি মানসিকতায় সে এটা করেছিল সেটা আমরা জানতে বা জানার চেস্টা না করে ঘটনার রঙ চড়ায়ে বেড়াইতেছি । ক্যান বিসিবি এটার কারনে এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার আগে কারন ত দর্শাতে পারত !! আর আমরা ফলাও করে বেশি বেশি করে শেয়ার দিন বলে পোস্ট দিয়ে ফেসবুকে ফ্লাডিং করতাছি :/
ড্রেসিংরুমের ভেতরে তোয়ালে জড়িয়ে বসে থাকা একজন খেলোয়ারের দিকে বারবার ক্যামেরা তাক করা কতটা পেশাদারিত্বের পরিচয়? একতরফা সাকিব কে ধুয়ে ফেলার আগে এই ব্যপারগুলো মাথায় রাখা দরকার। আমার আপনার বেড রুমে ক্যামেরা তাক করলে আপনার বা আমার কি খুব ভাল লাগত !!
অবশ্য এই লেভেলের একজন এর কাছ থেকে এমন অঙ্গভঙ্গি আসলেই কাম্য না , কিন্তু এই ফালাফালি লাফালাফিতে কি হল এশিয়া কাপে দলের ভাল একটা প্লেয়ার কে হারাতে হল যে কিনা গত এশিয়া কাপের সাফল্যর অন্যতম কান্ডারি ছিল ।
নিজের ভাল পাগলেও বুঝে বাংগালি বুঝে না...
ইন্ডিয়ারে দেখেন , তাদের ফিক্সিং হলেও তাদের প্লেয়ার দের তারা আগলে রাখে , দরকার হলে সেই দোষে বোর্ড সভাপতি অবসরে যায় । কিন্তু আর আমরা অন্যর সন্তুস্টির জন্য আশরাফুলের মতন প্লেয়ার দের বিসর্জন দেই Shame ম্যান Shame ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪