বড় করে দেখতে
Rangs Limited সনি কিছু স্মার্ট ফোন এনে অনেকের মাঝে সাড়া ফেলেছে । তারা নাকি জাপান থেকে ফোন আমদানি করেছে ( সনির এখনকার সেট গুলার প্রোডাকশন হয় চায়নায় । ) বানিজ্য মেলা , বড় বড় বিলবোর্ড এ টানায় রাখছে । আবার সেট জেনুইন কিনা সেটা চেক করার জন্য অ্যাড্রেসও দিয়ে রাখছে । সেদিন বাসে আসতেছিলাম চোখে পড়ল এই অ্যাড টা বিশাল বিল বোর্ড এ । তখন ভাবলাম আসল নকল চেক করানোর জন্য এত লাফালাফি কেন র্যাংস এর । লোক জন ত এমনই কিনব । কারন এত কাল সনির স্মার্ট ফোনের জেনুইন ডিষ্টিবিটর বাংলাদেশে ছিল না । তাছাড়া এদের একটা সুনাম আছে ।
যাই হউক তারা আসল ফোন চেনার জন্য একটা সাইট এর লিঙ্ক দিছে সেখানে IMEI নাম্বার দিলে বলে দেবে সেট আসল কি নকল ।
http://103.4.144.182/sonymobile.co.jp
এটা হল সেই অ্যাড্রেস ।
দেখে মনে হচ্ছে পিওর জাপানি সাইট কারন অ্যাড্রেস এর মাঝে .jp আছে কিন্তু whois information যাইয়া দেখেন বাংলাদেশি একজন এই অ্যাড্রেস রেজিষ্টেশন করছে ।
NEXT ONLINE LTD মহাখালি । মোবাইল নাম্বারও দেওয়া আছে । এখন প্রশ্ন হল সনি মোবাইল এর ওয়েবসাইট এর মালিক কি NEXT ONLINE LTD ?
এটা সনির সাইট কোন কালেও ছিল না ।
Click This Link
বিশ্বাস না হয় উপরের লিঙ্ক এ নিজেই যেয়ে দেখেন ।
এই নিয়ে একজন সনির অফিসিল ব্লগএ পোস্ট ও করেছিল সেটাও দেখেন
http://talk.sonymobile.com/thread/93064
ফোন আমদানি করবি কর বাংগালি সহজ সরল বলে এমন মিথ্যা দিয়ে প্রতারনা করবি এটা কেমন কথা ...ওয়ালটন , সিম্ফনি মানের দিক থেকে এর সমতুল্য না হলেও র্যাংস এর মতন প্রতারনা করে না
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬