রমজান আসার নূনতম ৩ মাস আগ থেকে মাথায় কিলবিল করে গত ঈদ ত পানসে গেছে এবার ঈদ এ কি করা যায় , এবার ইদে কি কি কেনা যায় বাপের কাছে ঈদের কয় টাকার বাজেট পাশ করানো যায় ...ঈদের যে ছুটি পাওয়া যাবে কি করা যায় এত ছুটি দিয়ে ? ( এবার ভাবছিলাম ২০ টা মতন গল্পের বই পিডিএফ নামায়ে ল্যাপিতে পইড়ে ফেলব ) ইত্তাদি চিন্তা এবং ঈদ মার্কেট নিয়ে ঈদের আগে আমার মাথার ভেতর ব্যাপক গবেষণা চলে । তবে এই সকল গবেষনা বিগত কোন বছরেই আমি সফল করতে পারি নাই এই অনুর্বর মস্তিস্কে এই সকল গবেষণার কবর হয় ।
এবার রোজা শুরু হল ... মাল মুহিতের মতন অর্থ মন্ত্রির রুপে বাপের কাছ থেকে কোন মতে বিল পাশ করালাম
ব্যাপক গবেষণা করে ঠিক করলাম আগে প্যান্ট কিনতে যেতে হবে ...যেহেতু এটা শরিরের সবচেয়ে গুরুত্বপুর্ন অংশ ধেকে রাখে তাই এর অগ্রাধিকার বেশি ।
গেলাম নিউ মার্কেট । মিরপুর রোডে বাসে উঠেই বুঝতে পারলাম নিউ মার্কেট যাইগাটা অন্তত রোযার মাসে মহিলা মার্কেটে রুপান্তরিত হয় । মহিলাদের ধাক্কা ধাক্কিতে আর গুতাগুতিতে আমার মনে হচ্ছিল উল্টা পথে দৌড় দেই ।
নিউ মার্কেটের ভেতর আরও করুন অবস্তা । মহিলাদের চোটে পা রাখা মুস্কিল । যে দু একটা পুরুষ আছে তারা তাদের অধার্ঙ্গির ভ্যানিটি ব্যাগ , শপিং ব্যাগ এবং বাচ্চা বহন করছে ।
এমন অবস্থা আমার তুলনায় পাহাড় সম মোটা এক মহিলা আমার পায়ে পাড়া দিয়ে প্রথম অবস্থায় আহত করে দিল ।
তার পরের কথা আর কি বলব অসংখ্য মহিলার হাতের বাড়ি সহ্য করে কোনমত পছন্দ ছাড়াই দুইটা প্যান্ট আর একটা Angry Bird গ্যাঞ্জি কিনে বাসায় ফিরলাম ।
বাসায় এসে দেখি দুইটাই ইয়া লম্বা । নিচ থেকে কাটাতে হবে । গেলাম দর্জির কাছে । দর্জি মাপ দিল ৩৮'৫' ইঞ্ছি ।
কিছুক্ষন পড়ে প্যান্ট কেটে বাসায় এনে দেখি প্যান্ট আমার টাখনুর ও পাঁচ হাত উপরে এত ছোট হল কি করে গেলাম দর্জির কাছে সে কই ঠিকই ত কাটছি সাড়ে ৩৬
তার দিয়ে আবার মাপ দিলাম ... ৩৮'৫' ইঞ্ছি ।
দর্জি কই মামা ভূল হইয়া গেছে সাড়ে ৩৮'৫' রে সাড়ে ৩৬' করছি
রোজা ছিলাম বলে বেশি গালিগালাজ না করে মনে কষ্ট নিয়ে ওই সর্ট প্যান্ট নিয়ে বাসায় আসলাম
এইটা গেল শুধু প্যান্ট । এতে ব্যাপক ধরা খাওয়ার পর গেলাম সেন্ডেল কিনতে বে এম্পরিয়ামে একটা সেন্ডেল পছন্দ হল ... বললাম এর চেয়ে বড় সাইজ দাও কই এর চেয়ে বড় সাইজ ফুরায়ে গেছে ...
মনে দুক্ষে মনে হচ্ছিল বনবাসে চলে যাই ... পরে অপছন্দের একটা সেন্ডেল নিয়ে বাসায় ফিরলাম ।
বাসায় এসে সিদ্ধান্ত নিলাম আমি আর মার্কেটে যাব না ... আপাকে টাকা দিয়ে বললাম একটা পাঞ্জাবি কিনে দাও ।। সে অঞ্জন থেকে একটা পাঞ্জাবি কিনে এনে দিল ।
কিন্তু পরিধান করে দেখি বেশি সর্ট হয়ে গেছে
গেলাম পাল্টাতে অঞ্জন থেকে কই পাল্টাতে হলে এর চেয়ে বেশি দামি পাঞ্জাবি নিতে হবে
কোন মত গায়ে লাগায়ে একটা নিয়ে চলে এলাম
প্রবল শোকে ঈদ এর মার্কেট কে তালাক দিলাম
ঈদের ছুটি হল কিন্তু আমার গবেষণা মাফিক কোন কাজই করা হয় নাই । দেখতে দেখতে আজ ৩০ রমজান । কাল ইদ । কালই ত ঈদ শেষ হয়ে যাবে । আমার আবার ঈদের নামায পড়া শেষ ঈদও শেষ । তার পড়ে আমার ঈদ মানে টিভি তে ঈদ এর প্রোগ্রাম ।
এখন কারর সালামি পাই না উলটা সালামি দিতে হয় । তাই যতটা থাকি ঈদের দিন আত্মগোপোন করে থাকি ।
ঈদের ছুটি এবং ঈদ কেন এত তাড়াতাড়ি চলে যায়
এখন আবার মাথায় প্লান করছি এ বছর ত চলেই গেল পরের বছর ঈদকে কি করে আমার জন্য সফল করা যায়
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২১