ব্লগের নেশা যার একবার ধরে সেই বুঝে ব্লগ না পড়তে পারলে কেমন লাগে। আর সেই ব্লগ টা যদি সামু হয় তাহলে তো আর কথায় নেই। সারাদিন ব্লগে বসে থাকলেও কেনো জানি বিরক্ত লাগে না। সামুতে সবার প্রিয় কিছু ব্লগার রয়েছে যাদের এক লিখা কেনো জানি বারবার পড়তে ইচ্ছা করে। কিন্তু ইচ্ছা করলে কি হবে আমরা যেই দেশে বসবাস করি সেখানে নেটের অনেক সমস্যা । তাহলে এমন কোনো উপায় কি বের করা যায়না যখন আমরা নেট না থাকলেও আমরা আমাদের প্রিয় ব্লগারদের লিখা পড়তে পারবো।
হ্যা আমরা পারবো , কারণ মানুষ পারেনা এমন কোনো কাজ নেই ।আর সেই ব্যবস্থা করে দিতে পারবে মজিলা ফায়ারফক্স এর একটি এড-অন যার নাম
Read It Later
প্রথমে এটা ইনস্টল করে নিন । পুনরায় ফায়ারফক্স চালু করুন। এবার এড্রেস বারে দেখুন একটা পরিবর্তন এসেছে। নিচের চিএের মতো দুটি অপশন আসবে।
কার্যপ্রণালী
আপনি এই এড-অনস টাকে আপনার বানানো প্রিয় পোস্টের তালিকা এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন । কিন্তু সামুর প্রিয় পোস্টের তালিকা আর এই Read It Later এর মধ্যে পার্থক্য হলো নেট কানেকশন না থাকলেও আপনি আপনার প্রিয়তে রাখা পোস্ট গুলি পড়তে পারবেন।
ধরুন আপনার নাফিস ইফতেখার এর রিলেশনের শুরু লেখাটি খুব ভালো লেগেছে । কিন্তু আপনার হাতে এখন পড়ার সময় নেই তাহলে এক কাজ করুন একে Read It Later এ সংযুক্ত করে দিন। তাহলে আপনি একটি বাড়তি সুবিধা পাবেন আর তা হলো নেট কানেকশন না থাকলেও আপনি এই পোস্ট যে কোনো সময় পড়তে পারবেন।
এখন আসি কিভাবে Read It Later এ কোনো লিখা সেভ করবো । নিচের চিএ দেখুন
উপরের চিএের লাল দাগ চিহ্নিত অংশে ( Alt+m) ক্লিক করে করে আপনি এটাকে Read It Later এ সেভ করতে পারবেন । আর কালো দাগ চিহ্নিত অংশে ক্লিক করলে আপনি আপনার সেভ করা পেজটি খুঁজে পাবেন। আপনি ইচ্ছা করলে প্রত্যেক টা লেখার জন্য আপনি টাইটেল দিয়ে সেভ করতে পারেন । নিচে দেখুন আমি যেভাবে করেছি
নেট না থাকলে ও আপনি যেভাবে Read It Later এ সেভ করা লিখা পড়তে পারবেন
এজন্য আপনি Read It Later এর অপশন বাটন ক্লিক করেন তার সেখান থেকে offline ক্লিক করে downloading reading list এর সব ঘরে তীর চিহ্ন দিয়ে ok ক্লিক করে বের হয়ে আসুন । ব্যস, কাজ শেষ।
যেকোনো ব্রাউসার বা কম্পিউটারে ব্যবহার করার সুবিধা
আপনি ইচ্ছা করলে যেকোনো ব্রাউসার বা কমপিউটার থেকেও আপনার সেভ করা লিখা গুলা পড়তে পারেন । এজন্য আপনাকে শুধু একটা আ্যাকাউন্ট খুলা লাগবে।
***** এই এড-অন শুধু ব্লগ পড়ার জন্য না বরং আপনি আপনার যেকোনো ওয়েব পেজ Read It Later এ সেভ করতে পারেন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৭