বলেছিল সে ভালবাসা কি? কবিতা'র মত করে...
...হয়ত এটা স্বগতোক্তি'র মত নিজের কাছেই প্রশ্ন ছিল বন্ধুটির।
যার কাছে প্রশ্নটি সেতো এর কিছুই জানে না, সে শুধু জানেঃ
এইতো ভালবাসা ...
নিরন্তর জ্বলতে থাকা !
জ্বলতে পারাটাও আনন্দের -
ভয়াবহ আনন্দের।
ভালবাসা নির্ভরতা,
ভালবাসতে বাসতে নিঃশেষ হয়ে যাওয়া
অপলক তাকিয়ে থাকা -
অদ্ভুত আনন্দে অপেক্ষা'র কষ্ট-সুখ
ভালবাসা হয়ত অনেক কিছু,
হয়ত কিছুই না !
কেউ কী জানে? হয়ত কেউ, হয়ত অনেকেই জানে ...
আমি হয়ত জানি না, শুধু জানি -
ভালবাসা - ভালবাসি,
ভালবাসতে - ভালবাসি।