চাকরিস্থল ও বাসার মধ্যকার দূরত্ব বেশি হওয়ার কারনে মনের মধ্যে উকিঁ দেওয়া ছোট খাটো একটা ইচ্ছা মনেই থেকে যাচ্ছিল। অনেক দিন পর সেই সুযোগ আসল আমার কাছে। স্বপ্নটার বাস্তব রূপদিতে।

ঢাকার রাস্তার সবচাইতে ভাল এবং আমার প্রিয় বাহন হল "সাইকেল"। আমি সাইকেল চালাতে পছন্দ করি সেই ছোট বেলা থেকেই। মনে পড়ে, সেই প্রথম সাইকেল চালানোর কথা ! তখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র। সাইকেলটি ছিল আমার সেজো ভাইয়ের। তিনি তা কিনে ছিলেন বাড়ি থেকে দুই মাইল দূরে শিা েেত্র যাতায়াতের জন্য। আর সেই 'বড়' সাইকেল দিয়েই আমার সাইকেল চালানো শেখা ও সাইকেল ভালবাসা। এরপর গাজীপুরে 6/7 বছরের জীবনেও আমার আশেপাশে জায়গা গুলোতে যাতায়াতের প্রধান বাহন ছিল "সাইকেল"। গাজীপুরের জীবনটা কাটিয়েছি আমার মেঝ ভাইয়ের সাথে। আর তাই বলা বাহুল্য সাইকেলটা এখন তার সম্পওি। আর তিনিও আশে পাশের 5/7 কিলোমিটার ভ্রমনের প্রয়োজনে সাইকেলটি ব্যবহার করেন পুরোপুারি।
প্রসঙ্গত, আমি থাকতাম গাজীপুরের প্রধানকেন্দ্র জয়দেবপুর থেকে 5 কিলোমিটার উত্তরে শিমুলতলী নামক জায়গায়। এর আশেপাশের প্রায় পুরো এলাকাটা সবুজ গ্রাম এবং হালকা বন। আর তাই আশেপাশের এলাকা ভ্রমনের নেশায় প্রায় প্রতি শুক্রবার সকালে আমি ও আমর এক বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। (আজ লিখতে গিয়ে স্বৃতিতে হারিয়ে যাচ্ছি, অনেক ঘটানা মনে পড়ছে)
আমার ফাটাফাটি খবর হল, গত সপ্তাহে আমি একটা নতুন সাইকেল ক্রয় করেছি।
সাইকেলটি চায়নায় তৈরি। নাম Taiwan Bike (কিন্তু সত্যিই চায়নায় তৈরি)
রং লাল
ওজন সাধারন সাইকেল থেকে বেশ হালকা (আমি ভারতীয় সাইকেলের সাথে তুলনা করছি)
মূল্য সরাসরি বলা যাবেনা

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৬ রাত ১:৫২