উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আয়োজন করার চিন্তাভাবনা করতেছে ফিফা প্রেসিডেন্ট
১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধটা কিন্তু কেউই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেনি ।তিনবছর আগে উত্তর কোরিয়ার সাবমেরিণ থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার একটা যুদ্ধজাহায ডুবে ৪৬ জন নাবিক মারা যায় ।কিছুদিন আগে পঞ্চম পরমাণু অস্ত্রের পরীক্ষা করলো ।উত্তর কোরিয়ার মতে এটা ছিল হাইড্রোজেন বোমা যার কারনে চীনে ৫.২ মাত্রার ভূমিকম্পে কিছু রাস্তাঘাটে ফাঁটল পর্যন্ত দেখা দেয় !!!
শেষে বাধ্য হয়েই দক্ষিণ কোরিয়াতে THAAD স্যাম সিষ্টেম মোতায়েন করছে আমেরিকা ।মাত্র কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার সাথে বার্ষিক যৌথ মহড়া শেষ করছে আমেরিকা ।
কোরিয়া দ্বীপের এরকম ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতিতে ফিফা যদি সামান্য একটা ফুটবল ম্যাচ আয়োজন করতে পারে ,তবে ফিফার ইতিহাসে এটা 'কৃতিত্ব' হিসেবেই গণ্য হবে
আপনারা কি বলেন ??
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯