মার্কিন বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে রাশিয়ার সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান। বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় এ বিমানের গতিরোধ করা হয়। আমেরিকা দাবি করেছে, বিমানটিকে অপেশাদার এবং অনিরাপদভাবে গতিরোধ করা হয়েছে।
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র লরা সিল দাবি করেছেন, গোয়েন্দা বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল এবং কখনই এটি রুশ সীমায় ঢোকে নি। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, আরসি-১৩৫ বিমানটিকে অপেশাদার এবং অনিরাপদভাবে গতিরোধ করায় এর সব ক্রু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো।
এর আগে, বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমায় সুখোই-২৪ বিমান নিয়ম না মেনে মার্কিন একটি ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ে গেছে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন এ দাবি করা হলো। অবশ্য মার্কিন দাবি নাকচ করে দিয়ে রাশিয়া তখন বলেছিল, তারা নিয়ম মেনেই মার্কিন রণতরীর ওপর দিয়ে উড়েছে ।
হঠাত্ করেই রাশিয়া এরকম মারমুখো হওয়ার আসল উদ্দেশ্যটা কি ??
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮