সিরিয়া ইস্যূটা নিয়ে অনেকেরই আগ্রহের শেষ নেই ।যে যার মতো সন্ত্রাসের সংজ্ঞায়িত করছে ।স্বার্থের জন্য বর্হিবিশ্বের বিমানগুলো সিরিয়ার আকাশপথ নিশ্চিতে ব্যবহার করছে ।এমন প্যাঁচ লাগছে যেটা এক-দুই বছরে ছুটবে বলে মনে হয় না ।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাশিয়ার নেভাল বেজকে রক্ষার জন্য লাতাকিয়া ও তার আশে পাশের এলাকায় আসাদ বিরোধীদের উপর কাস্পিয়ান সাগর থেকে রাশিয়ার ক্রুজ হামলায় পরিস্থিতি জটিল হয়ে গেছে ।তুরস্কের ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ান ফাইটার সুখোই-২৪ ভূপাতিত করার পরে রাশিয়া কর্তৃক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েনের কারণে আমেরিকা ও পশ্চিমা সাঙ্গপাঙ্গদের জন্য বিমান উড়ানোটাই চ্যালেঞ্জিং বিষয় ।S-400 এর কারণে সিরিয়ায় মার্কিন যুদ্ধবিমানের অভিযান কমাতে আমেরিকা একরকম বাধ্য হইছে যদিও রাশিয়া বলতেছে তারা মার্কিন জোটের কোন বিমানকে আঘাত করবে না ।কিন্তু বাঘ সর্বদা বাঘই ।থাবা বসানোর আশঙ্কা থেকেই যাই ।
সম্মানিত ব্লগাররা আমার চেয়ে প্রায় সবাই ভাল জানেন ।আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম . . . . . .
1.ইদুর-বিড়াল খেলা কত বছর চলতে পারে ??
2.আসাদ ক্ষমতা ছেড়ে দিলেই কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব ??
3.রাশিয়া ও ইরাণকে গণনার বাহিরে রেখে সিরিয়ায় প্রত্যক্ষ/পরোক্ষ যুদ্ধে পশ্চিমারা কতটুকু সফল হয়েছে ???
আশা করি আপনাদের মূল্যবান মতামত পাবো ।