তুর্কি প্রশাসন ন্যাটোর শক্তিতে লাফাচ্ছে ।তুরস্ক আক্রান্ত হইলে ন্যাটোর বাকি সদস্যরা এগিয়ে আসবে ঠিকই,তবে সেটা নেহায়েত মূখ রক্ষার জন্য
জার্মানরা কোন অবস্থাতেই যুদ্ধে যাবে না ।ব্রিটিশ ও ফরাসীরা সর্বোচ্চ দশ পনেরোটা যুদ্ধবিমান দিবে মূখ রক্ষার্থে ।এইগুলা নিয়ে যদি রুশদের ঠেকানোর স্বপ্ন তুরস্ক দেখে ,তবে তুরস্কের স্বপ্নদোষ ঘটতে বাধ্য ।
ন্যাটো ঠিকই রাশিয়ার শক্তি কমাতে তুরস্কের সাথে যুদ্ধ লাগাতে চায় ।দেখবেন তুরস্ককে গাছে তুলে আস্তে করে মঈ কেড়ে নিবে ।
তুর্কি প্রশাসনের কাজ কাম দেখে একটা প্রবাদ বার বার মনে পড়ে . . . .
আজ বুঝবানা ,বুঝবা কাইল (কাল)।
পাছা হাতাবা ,মারবা গাইল (গালি)