আগামী কয়েক ঘণ্টার মধ্যে
সিরিয়ায় আইএস’র চূড়ান্ত পতন ঘটতে পারে। এ নিয়ে পশ্চিমা জগতে এক ধরনের উষ্মা দেখা যাচ্ছে ।একই রকম
অসন্তোষ দেখা যাচ্ছে কয়েকটি আরব দেশ ও ইসরাইলের মধ্যে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-
আসাদের অনুরোধে সাড়া দিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। এরই মধ্যে সিরিয়ায় আইএস’র সদর দপ্তর গুঁড়িয়ে
দিয়েছে রুশ যুদ্ধবিমান। এছাড়া, একটি সুইসাইড বেল্ট ফ্যাক্টরি, বোমা ও মাইন তৈরির কারখানাসহ আইএস’র বহু
স্থাপনা ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার পক্ষে ৫০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে এ
অভিযানে। ৬০ বারের বেশি বিমান হামলা হয়েছে সেখানে। রুশ বিমান হামলায় দিশেহারা হয়ে আইএস সন্ত্রাসীরা সিরিয়া থেকে পালাতে শুরু করেছে; শত শত সন্ত্রাসী আত্মসমর্পণও করেছে। মজার বিষয় হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ১২টি দেশের
আন্তর্জাতিক জোট যেখানে এক বছরের বেশি সময়ে আইএস’র পতন ঘটাতে পারে নি সেখানে রাশিয়ার পাঁচদিনের হামলায় কাহিল হয়ে পড়েছে এই
সন্ত্রাসী গোষ্ঠী।
সর্বশেষ তথ্য হচ্ছে- রুশ
বাহিনীর সফল বিমান অভিযানের পর এখন স্থল অভিযান শুরু হবে। সে অভিযানে আইএস সন্ত্রাসীরা খড়- কুটোর মতো ভেসে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস খবর
দিচ্ছে- স্থল অভিযান চালানোর জন্য রাশিয়া ১৫,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায়-সে অভিযানে সব সন্ত্রাসবাদ নির্মূল হবে
আর সিরিয়ায় আগের শান্তি ফিরে
আসবে। কাউকে হতে হবে না শরণার্থী অথবা ইউরোপে আশ্রয় নিতে গিয়ে লাশ হতে হবে না সাগরে ডুবে।
ওবামা-ওলাঁদের ক্ষোভ, পুতিনের
জবাব: রাশিয়ার বিমান হামলার
বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওলাঁদ তীব্র ক্ষোভ প্রকাশ
করেছেন। তারা অনেকটা সমস্বরে
বলেছেন, রুশ হামলার কারণে আইএস শক্তিশালী হবে। এ দুই প্রেসিডেন্ট এখনো বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।
মোদ্দাকথা যেভাবেই হোক আইএসকে গুড়িয়ে দিতেই হবে ।এই ভাইরাসটার অপসারন জরুরী ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫