আবার যখন মাইঝরাতে হেডলাইট নিভিয়ে , লিস্টি ধরে
তোরা এই ঢাকা শহরের অলিতে গলিতে হানা দিবি,
তখন চোখ বেঁধে যাদের নিয়ে যাবি , আমি যেন তাদের সাথে না থাকি ,
এইটা খিয়াল রাখিস ।
এই নে টিপসই , আগেই বিবৃতিতে স্বাক্ষর করে রাখলাম সাদা পাতায়
তোর যা ইচ্ছা লিখে নিস উপরে ,
দিন ফিরলে বিটিভিতে একটা কবিতার অনুষ্ঠানে উপস্থাপক বানাইস
দেখিস আমি কেম্নে কাব্যসভারে উৎরায়া দেই ঠিকঠাক ;
পারলে শিল্পকলা নাইলে বাংলাএকাডেমীতে একটা পরিচালক বানায়া দিস ,
নিদেন পক্ষে দুই চাইরটা পুরষ্কারের নগদ নারায়ন ,
ইরান সফরের দলনেতা বানাইতে পারিস ,
তয় দুবাই হইলে আরো ভালো , ঐখানে নাকি মদের দাম স্বস্তা পড়ে,
রাবেতা আল ইসলামী নাকি আলমাহমুদরে হজ্ব করায়া আনছে
আমারেও নিস তাইলে বুড়া কালে ,
এতো কিছু করবি না ক্যান বল ,
তোর বাপের লাগি তুই মাত্র একপাতা লিখে
লাথি খাইলি ,
এই দেখ আমি দুইপাতা লিখছি লাগাইয়া দুইদিন ।
না হয় হইলাম না কামরুর জৈবিক পুত্র , তবু কি দায়িত্ব পালনে পিছপা হইছি ?
কথাটা মরে রাখিস দোস্ত , দিন বদলানির কালে হইছ না হৃদয়হীন ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৫