এই ঢাকা শহরে কতো না আবোল তাবোল জায়গায় কতোদিন গেছি ,
কতো ধূলিময় ফুটপাতে কতোবার বসেছি ,
কতোবার ফুচকা খেয়ে একটা ঢেকুর দিলাম ,
কতোবার শিশুপার্কের লাইনে দাড়ালাম,
কতোবার গার্লসস্কুলের সামনে দিয়েছি শিষ ,
কতোবার সাকুরায় গিললাম অমৃতের বিষ ,
ইশ , কতোশতো জায়গায় কতোবার গিয়েছি ,
শুধু যাওয়া হয় নি প্রেসক্লাবে ,
আমার আত্মীয়ের আত্মীয় কিংবা বন্ধুতুতো বন্ধুও সাংবাদিক ছিল না ,
আমার নিজের কিংবা আমার বসের কোন কনফারেন্স ছিল না '
প্রেসক্লাব ক্যান্টিনে প্রেম করার মতো কোন প্রেমিকা ছিল না ,
তাই এই ঢাকা শহরে , শত শত জায়গার ভীড়ে ,
আমি শুধু প্রেসক্লাবেই যাই নি কোনদিন ।
চলুন তবে , আমি আর আপনি মিলে আজ বিকেলে প্রেসক্লাবে যাই ,
সাথে দুটি বড়ো দেখে বাশঁ নিতে ভুলবেন না যেন ,
একটা আপনি নিন , আরেকটা আমি ধরব শক্ত করে ,
সেখানে গেলেই দেখবেন একটা নপুংসককে কিভাবে দৌড়াচ্ছে অজস্ত্র মানুষ ,
তখন হয়তো আপনারও ভুল ভাঙবে ,
আপনিও হয়তো তার পাছায় ঢোকাতে চাইবেন বংশদন্ড ,
আপনিও হয়তো জানতে পারবেন , কাকে দেশ জানে অধম নেড়িকুকুর ,
শুধু আপনিই তাকে ভুল করে এতোদিন ডেকেছিলেন আব্বাহুজুর !
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪