আমার ভালো লাগুক, নাইবা লাগুক
ঐ অনাচারী ডাহুক, তবুও ডাকুক
ছদ্মবেশেই এসে, আমায় দেখুক
দরজার কাছে বসে, বিবাদ করুক
একদিন পাশে এসে, একাকী বসুক
মনের গোপন কথা, কেঁদেই বলুক
আমার মনের কোণে, অশ্রু জমুক
জলের বুকে হঠাৎ, আগুন লাগুক।
একদিন তবে সেই, অন্য কিছু হোক
আমায় দেখে হাসুক, বাজখাঁই লোক
লজ্জায় লাল হোক, ডাহুকের চোখ
আমার চোখেও হোক, অদ্ভুত রোগ
আমার জন্যও তার, চোখে থাক শোক
আমিতো ঐ ডাহুকের, নাকের নোলক।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩