অনন্ত আকাঙ্ক্ষার এপিটাফ
আমার জন্মান্ধ বিবেকের তাড়নায়
কত আকাশ ভেঙে, কত স্বপ্ন ভেঙে
শেষ বেলায় একাকী ডাহুকের মত
অনন্তকাল ধরে ডাকে অজানা কোন ছন্দ?
এই ঝাউ গাছের নীচে শীতের রাতে
মাটিতে মাথা পেতে তারাদের দেখে
তার কথা ভাবতে ভাবতে ভুল করে ভাবি
প্রেমের অবশিষ্ট ঘ্রাণটুকু কিভাবে ধীরে ধীরে
ফিকে হয়ে আসে তার সোনালী চুলগুলো... বাকিটুকু পড়ুন