somewhere in... blog

আমার পরিচয়

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

আমার পরিসংখ্যান

অতন্দ্র সাখাওয়াত
quote icon
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অনন্ত আকাঙ্ক্ষার এপিটাফ

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮


আমার জন্মান্ধ বিবেকের তাড়নায়
কত আকাশ ভেঙে, কত স্বপ্ন ভেঙে
শেষ বেলায় একাকী ডাহুকের মত
অনন্তকাল ধরে ডাকে অজানা কোন ছন্দ?
এই ঝাউ গাছের নীচে শীতের রাতে
মাটিতে মাথা পেতে তারাদের দেখে
তার কথা ভাবতে ভাবতে ভুল করে ভাবি
প্রেমের অবশিষ্ট ঘ্রাণটুকু কিভাবে ধীরে ধীরে
ফিকে হয়ে আসে তার সোনালী চুলগুলো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

প্রেম বলে কিছু নেই (১ম পর্ব)

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

আমার নাম ফুয়াদ। আমার একজন প্রেমিকা ছিল। ঝড়ের মত যার আগমন ঘটেছিল আমার জীবনে। কত প্রশ্ন রেখে গেছে সে আমার কাছে! জীবনটাই এখন একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন! তার মিষ্টি হাসির দোলায় আমি আজও দুলছি। তার কণ্ঠের রোমান্টিক গানের ছন্দে আমি কাঁপছি। তার সেই প্রেম ভরা চাহনির কথা ভেবে আমি চমকিত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

প্রোফাইল লক

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

কালো চাদরে মুখ ঢেকে তুমি
চেয়ে থাকো কিসের আশায়?

হৃদপিন্ডের মত লাল শাড়িতে
খোঁজ মৃত্যু, অসীম পিপাসায়?

নিম পাখিরাও ডাকে ত্রাসে
চারিদিকে বিচ্ছেদ রোগ।

তুমিও আছো, আমিও আছি
কিন্তু আমাদের নেই যোগাযোগ।

অলস দুপুর কাটে, বিবর্ণ বিকেল
বুকের ভেতর বাজে না নূপুরের তান।

আমি ভাল নেই এই তন্দ্রাহীন রাতে
যেহেতু তুমি ভুলেছ আমার সব গান।

জীবন যেন আজ চোখ ঝলসানো রোদ্দুর
তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৫ বার পঠিত     like!

ইলিশ (অণুগল্প)

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬


নিস্পন্দ মাছটা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কোয়ান্টাম ফিজিক্সের সূত্রানুসারে তার প্রতি আমার যে আকর্ষণ তা রীতিমতো ভয়ংকর রূপ নিল। আমার রক্তের অক্সিজেন লেভেলে সুগভীর তারতম্য সৃষ্টি হলো। আমি মাছটা কিনতে চাই। কিন্তু পদ্মার ইলিশ বলেই তার দাম যেন আকাশ ছুঁতে চায়। ৫ কেজি ইলিশ মাছ আমি... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

মৃত্যু

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৬

আমি মৃত্যুকে দেখেছি খুব কাছে
দু'চোখ বড় বড় করে মৃত্যুর দূত
তাকিয়ে থেকেছে আমার দিকে।
আমি তখন হতচকিত হয়েছি
কিছুটা পিছিয়েছি, কিছুটা ভয়ে
আবার এগিয়ে গিয়েছি সামনে।
পাক খাওয়া নদীর জলের মত
ছিটকে যাওয়া বজ্রের মত
তার টগবগে নির্মম নিঃশ্বাস।
হঠাৎই ভালোবেসে জড়িয়ে ধরেছি
আমার চিরচেনা অদ্ভুত জীবনকে
আহা জীবন! কি মায়াবী তুমি!
তুমি আছো বলেই আমার প্রেম
আমাকে ফাঁকি দিয়ে যায় না
সে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

গাছটির নাম ঈর্ষা (সংক্ষেপিত)

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৫ শে মে, ২০২৪ সকাল ১০:৫৩

আমি দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছি। যে পথ কুসুমাস্তীর্ণ, সে পথ আমার নয়। আমার পথে ছিল কাঁটার দীর্ঘ সারি। সেই কাঁটা যখন পায়ের মধ্যে ফুটেছে, তখন বুঝেছি, জীবনের কি মানে! আমি আমার পথের ধারে লাশের পর লাশ শুয়ে থাকতে দেখেছি। শুনেছি ভয়ার্ত জনতার আর্তচিৎকারে ফেটে পড়া মিছিল। এক মিছিল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

ঠান্ডা চুমুর জন্য

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ০৬ ই মে, ২০২৪ রাত ৯:৫৫



তোমার উষ্ণ চুমুর স্বাদ আমার ঠোঁটে লেগে আছে
যে ঠোঁটের নোনতা স্বাদে যে কারো জিভে জল আসে
হৃদয় দেয়না কেন তার আরো, আরো যেতে কাছে?
আমার চুমুর ইশতেহার আকাশে বাতাসে ভাসে!

প্রেম! সে শুধু ঠোঁটের অনুভূতির গভীরতা
প্রেমতো আর কিছু নয়, বেশি কিছু নয় আর
ঠোঁটে ঠোঁটে থাক জোট বাঁধার তুমুল বার্তা
আর সব অঙ্গ-প্রত্যঙ্গ পুড়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

আবছায়া প্রেম

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৪



আমি পথে পথে ঘুরি
আমার পথেই ঘরবাড়ি
আমার সঙ্গবিহীন মন
শুধু তোমায় প্রয়োজন।

আমি লাটাইবিহীন ঘুড়ি
আমার স্বপ্ন গেছে চুরি
আমার নাই কোন ধন
নাইরে আপন জন।

আমি এক ভাঙ্গা মানুষ
বুকের ভেতর উড়াই ফানুস
আমারতো নেই মনের মত মন
আমায় কারো নাইরে প্রয়োজন।

তবুও আমি স্বপ্ন দেখি
ঘুমের ঘোরে গল্প লেখি
তোমার বুকের শব্দ খুঁজি
হয়তো বুঝি কিংবা নাইবা বুঝি।

তবুও তোমার চলার ছন্দ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

তুমি যদি আমার 'মা' হতে

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:২০



হারমোনিয়ামের কোমল 'মা' এর রিড চেপে যখন
গভীর এক অনুভবে কল্পনায় মিশে গেলাম
সে অনুভব কণ্ঠে ধারণ করতে গিয়ে দেখি তোমার মুখ!
দু'চোখ তখন বন্ধ ছিল, শ্রাব্যতার সীমা ছিল অসীম
আমি তোমার অস্তিত্বের চতুর্পাশ্বে ভেসে ভেসে
জড়িয়ে গেলাম অসীম নিরবতায়; প্রশান্তির স্কেচে
আঁকলাম তোমার মুখ। তোমার চলার পথ আমাকে
ডাকলো অন্য এক সুখ কিংবা সংঘাতের মতো
দীর্ঘতম রাত্রির... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

ইতি তোমারই প্রাক্তন

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ২:৪৫


তোমার মুখটা আমি আত্মস্ত করে নিয়েছি
তোমার ছবিটা আমার হৃদয়ের দেয়ালে টাঙানো
ছবিটা দেখলে নিজের মধ্যে খুব বড়ত্ব আসে
তোমার মাঝে যে বিশালতা আর অহংকার
তা আমাকে বুঝিয়ে দিয়েছে জীবনের সৌন্দর্য
আমি সেই সৌন্দর্যে মাতাল হয়েছি বারবার
মাতাল হয়ে আবিষ্কার করেছি তোমার বুক
যেখানে প্রতিনিয়তই ভেসে যায় জাহাজ
যার গভীরে খেলা করে বিশাল জলজ প্রাণী
তোমার মুখ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

"পেহেলা নাশা" গানের বাংলা তর্জমা

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৫



তুমি কিছু না বললেও আমি শুনেছি..
ভালোবাসার সঙ্গী হিসেবে,
তুমি আমাকে বেছে নিয়েছ..বেছে নিয়েছ..
আমি শুনেছি..আমি শুনেছি..
**
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব?
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয়টা উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
**
আমি কি এই বাতাসে কোথাও উড়ে যাবো?
নাকি এই মেঘের মধ্যে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

বিভ্রম: ক্যারিয়ারের উন্নয়নের পথে বড় বাঁধা

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯



কেন বিভ্রম?

আমাদের মন তথ্যকে বাস্তবের চেয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করে আমাদের প্রতারণা করতে পারে। আমরা যেভাবে মনোযোগ দিই এবং চিন্তা করি- আমরা কীভাবে বিশ্বকে দেখি তা প্রভাবিত করে। বিভ্রম দেখায় আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে কী ঘটছে কারণ যা আমরা বিশ্বাস করি তা বাস্তব হিসেবে আমাদের জীবনে প্রতিফলিত হয়।

বৃহত্তর সচেতনতা বনাম চেতনা

সচেতনতা মানে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

সিক্সথ ডাইমেনশন

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ১১ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৪৫



গোখুর জেগে উঠেছে দ্বিতীয় চোখের তৃতীয় ভাঁজ খুলে
শূন্য গোলাপ পাতার উষ্ণ রঙে দু’চোখ রাঙিয়ে
এসেছি তোমার জন্য অরণ্য-নদী-মাঠ পার হয়ে আজ
সমুদ্র ডেকে আনে তার ভাঙা বুকের বিম্বিত জাহাজ
যেখানে দৃশ্যমান অদৃশ্য মনের কোণে পড়ে থাকা ছাই
ঝরে যাওয়া পাতায় কমলা রাত্রি হয়ে ফেরে ঝর্ণার লাটাই
গোখুরের চোখের পলক না পড়ে যায় নীল বেদনায়!

কোথাও শুকতারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

ষোড়শীর প্রেম

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫



ছিটকে আসে আগুনের ফুলকি
তার অনির্বাণ চুলগুলো থেকে
সে আমাকে চায় তার উর্বর বুকে
যেখানে হরিণেরা ঘাস খায়।

এবং তার কোমরের মৃদু ছন্দে
মৌমাছি ভুলে যায় মৌচাকের পথ
হতবিহ্বল হয়ে যায় নদীর ঢেউ
ধনুকের মত বাঁকা ভ্রু যুগল দেখে।

তার গাল গোলাপের মতো রক্তাক্ত
তার ঠোঁট উষ্ণ অভ্যর্থনায় কাঁপছে
আমাকে চুম্বনের স্বপ্নে বিভোর হয়ে
সে আমার সামনে আজ দাঁড়িয়ে।

তার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

আমার আমিত্ব

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৯



অন্ধকার থেকে এসেছি,
অন্ধকারের দিকেই আমার যাত্রা।
মাঝখানে মৃদু আলোর ঝলকানি
এ আলো সত্য নয়
জীবন নয়, মৃত্যুই পৃথিবীর
সবচেয়ে বড় সত্য!
সত্যকে তাই ভালবাসলাম
মৃত্যুকেই ভালবাসলাম
ধিক্কার জানাই জীবনের প্রতি
ছলনাময় আহ্বানের।
কোন জীবনের গুণ কীর্তন করো হে পথিক?
জীবন- সেতো মরীচিকা
তাকে কে কবে পেয়েছে!
রোগ-শোকেই তোমার গন্তব্য
ঝরে পড়া ফুলের মতোই তোমার ভবিষ্যৎ।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬০১২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ