আগে আকাশের দিকে তাকালে
আকাশের ঘ্রাণ পেতাম
আজকাল আর আকাশ দেখা হয় না
প্রতিদিন এত কিছু দেখতে হয়!
আকাশ দেখার সময় নেই।
আগে নদীর দিকে তাকালে
তোমার কান্নার আওয়াজ পেতাম
আজকাল আর নদী দেখা হয় না
প্রতিদিন এত কিছু দেখতে হয়!
নদী দেখার সময় নেই।
আগে পাখির দিকে তাকালে
তোমার স্পর্শ অনুভব করতাম
আজকাল আর পাখি দেখা হয় না
প্রতিদিন এত কিছু দেখতে হয়!
পাখি দেখার সময় নেই।
আগে তুমি আমার বুকে
বিষ মাখা তীর ছুড়ে দিতে
আজ আর তীর ছোড়ে না কেউ
প্রতিদিন তোমাকে এত কিছু করতে হয়!
তীর ছোড়ার সময় নেই।
আগে আমাদের হৃদয়ে
ভালবাসা, অভিমান আর বিরহ ছিল
আজ আর আমাদের মন নেই
যেটা আছে সেটা শুধুই দেহ!
সেখানে কোন ভাঙ্গা-গড়া নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪