আমার ভাবনা এবং ভালবাসা............../ভাস্কর চৌধুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাঝে মাঝে যখন শত ব্যস্ততার মাঝে ভাবনা নামক শব্দের সাথে কিছু আলাপ হয় তখন একটি বিষয়'ই আমি সবসময় ভাবি। বিষয়টি যদিও আপেকিক্ষ! তারপরও কেন জানি, কোন কারণে বার বার আমাকে ভাবায়। আমার ভাবনার শুরু এবং শেষটুকু যেন ঐ ভালবাসাকে নিয়ে। ভালবাসা কি কখনও আমার মাঝে ছিল কিংবা আমি কি ভালবাসার মাঝে কখনও ছিলাম। হয়তো ! আবার হয়তো না।
তারপরও একটা বিষয় সত্য যে ভালবাসাকে কেন জানি খুব আপন মনে হয়। মনে হয় পৃথিবীর সবটুকু ঐ ভালবাসার জন্য। যে ভালবাসার জন্য আমি, আমরা খুব কাছাকাছি। মাঝে মাঝে ভালবাসার রঙ, তুলি দিয়ে ভালবাসার উদ্যানে ভালবাসার ফুল ফুটাই। যদিও শত ব্যস্ততার বেড়াজালে ভালবাসাকে মাঝে মাঝে ভূলে গিয়ে মনে হয় ভালবাসা বোধহয় আমার চারপাশে নেই!!! বড্ড একা। নিঃসঙ্গ। নির্বাক আবার কখনো স্ববাক হয়ে যাই এই ভালবাসার জন্যই।
মাঝে মাঝে কেন জানি এত আপন মনে হয় আমার চারপাশের মানুষগুলিকে। মনে হয় কতকাল কতবছর ধরে আমি চিনি এই মানুষগুলোকে। যেন হাজার বছরের পরিচিত এই মানুষগুলোর মূখ। আবার যখন কারও মূখ কখনো দেখা হয়নি, শুধু কথা ও কন্ঠের সংমিশ্রণে কারও সাথে পরিচিত হই তখনও মনে হয় কত আপন, কতকাল ধরে যে তাকে চিনি। সেই গানটি........“আমি চিনি গো চিনি তোমারে.....................ওগো বিদিশীনি।”
চেনা অচেনা মুখগুলোর প্রতি আমার ভালবাসার চিরকুটমালা যে কত বড় তা হয়তো বলে বুঝানো যাবে না। হয়তো আমার কন্ঠে এমন কোন কথামালা নেই যে তা দিয়ে তাদের সম্বোধন করি। মাঝে মাঝে যখন ব্যস্ততা, ব্যস্ততা আর ব্যস্ততার মাঝে হাবুডুবু খাই তখন লাইফটা বড় পাংশে মনে হয়। মনে হয় জীবনের শুরু আর শেষ হয়তো এই অদমের বোঝা হবে না আর কখনই। তখন হয়তো বুঝতেও পারি না।
ঠিক তার বিপরীত।
যখন লাইফের এ যাত্রায় কেউ, কোন মানব-মানবী, পরিচিত কিংবা অপরিচিত মূখ চোখের সম্মুখে ভেসে উঠে, যখন তাকে নিয়ে ভাবতে থাকি, যখন আমার সবটুকু তাকে নিয়ে, তখন মনে হয় প্রভু তুমি আমাকে আরও সাড়ে সাত'শ বছর পূর্নঃজন্ম দিও। যাতে আমি বারবার ফিরে আসতে পারি সেই মানুষগুলোর কাছে। শুনতে পারি তাদের সেই কথামালা। জানতে পারি তাদের সুখ-দুঃখ। আর যেন বারবার জন্মাতে পারি আমার এই বাংলায়। বাংলাদেশে।
২১টি মন্তব্য ২০টি উত্তর


আলোচিত ব্লগ
আমার বড্ড ক্ষুধা পায়ঃমানুষের জন্য
শুধু খাবারের জন্য ক্ষুধার্ত নই আমি,
কখনো কখনো ক্ষুধা পায়
স্মৃতির কুয়াশায় হারানোদের জন্য।
একটি হৃদ স্পন্দন থামিয়ে দেয়া
যাদুকরি কন্ঠের জন্য,
একজোড়া চঞ্চল চোখের চঞ্চলতার জন্য,
একটা উষ্ণ হাতের উষ্ণতার... ...বাকিটুকু পড়ুন
বেকারত্বের দিনগুলি - প্রথম অংশ
সাকসেস বা সফল বা সফলতা, ইহার সংজ্ঞা আমার জানা নেই। সাধারণ একজন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন আপনি সফল কিনা বা সফলতা বলতে কি বুঝেন? খেয়াল করবেন তিনি বা তারা... ...বাকিটুকু পড়ুন
মিটিংয়ের জন্য কেন এত তোড়জোড়?
অর্থাৎ চীনের সহায়তায় লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ার বেইস চালুর চেষ্টা, তিস্তা মহাপরিকল্পনা চীনকে নিয়ে বাস্তবায়নের পরিকল্পনা ও চীনে গিয়ে ডক্টর ইউনূসের সেভেন সিস্টার্স সম্পর্কিত বক্তব্য ভারতের ভালো লাগেনি।... ...বাকিটুকু পড়ুন
অকুতোভয় বাসচালক মো. সোহেলকে পুরষ্কৃত করা হোক
অকুতোভয় বাসচালক মো. সোহেলকে পুরষ্কৃত করা হোক
থেঁতলানো চোয়াল, ভেঙ্গে গেছে দাঁত, রক্তাক্ত অবয়ব—তবু ৪০ কিমি বাস চালিয়ে যাত্রীদের বাঁচালেন! এই সাহসী চালকই বাংলাদেশের নায়ক... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর পর যা হবে!
বেহেশত বেশ বোরিং হওয়ার কথা।
হাজার হাজার বছর পার করা সমস্যা হয়ে দাঁড়াবে। দিনের পর দিন একই রুটিন। এরচেয়ে দোজক অন্য রকম। চ্যালেঞ্জ আছে। টেনশন আছে। ভয় আছে।... ...বাকিটুকু পড়ুন