এই তুমি রজনী দেখেছ ? নীল জোছনা ! দেখেছ নীল জোছনা। নীল জ্যোৎস্নার ঢেউ, রাতের বুকে হাহাকার , নীরবতা মাড়িয়ে দিয়ে আনে অনুভূতির তুফান ।
ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেছ ? মিষ্টি সূর্যের মিষ্টি হাঁসি, সাথে সূর্য স্নান, শিউলি ফুলের ঘ্রাণ ? বকুলের মালা। বহে হৃদয়ের জ্বালা।
শুনেছ অরণ্যের মর্মর ধ্বনি, পাতার সঙ্গীত, প্রকৃতির প্রেম ? ভালোবাসার নদী, ভেজা শ্রাবণ, শালবন, অস্থির মন।
বালিকা তুমি বৃষ্টি স্নান করছ? প্রেমময় , নৈশব্দিক , উর্বর সবুজ অথবা বালুকাবেলায়, ঝাউ-বনে, কাশফুলের ছোঁয়ায়।
সন্ধ্যে নামতে দেকেছ ? নীড়ে ফেরা পাখি, সন্ধ্যের মায়া, সাঁঝের ছায়া।
মোমের আলো , কপোত কপোতীর চুম্বন।
দেখেছ প্রেমের রজনী, প্রেমের জোছনা, প্রেমের ফুল, প্রেমের রোদ, প্রেমের বৃষ্টি?
বালিকা তুমি দেখনি, কারণ তুমি প্রেমে পড়নি।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ৯:৩৪